এইদিন ওয়েবডেস্ক,মেঘালয়,১৯ ডিসেম্বর : মেঘালয়ের বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করা ২ বাংলাদেশি পাচারকারীকে গুলি করে খতম করল খাসিয়ারা । আজ শুক্রবার দুপুর ১টার দিকে বাংলাদেশের সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে কয়েকজন পাচারকারী ভারতের ১ কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা এলাকায় চলে আসে । এই দেখে খাসিয়ারা ছররা বন্দুক দিয়ে পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালায় । বাকি বাংলাদেশি দুর্বৃত্তরা পালাতে সক্ষম হলেও দুই পাচারকারী নিকেশ হয় । ওই দুই দুষ্কৃতী হল, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর রহমান ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে ইয়াকুব আলী ওরফে মোশাইদ । বাকিরা তাদের লাশ নিয়ে চলে যায় ।
জানা গেছে,আজ দুপুরে কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী যুবক সুপারি চুরির উদ্দেশ্যে বাংলাদেশের রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত অতিক্রম করে মেঘালয়ের খাসি পাহাড়ের বরাজন টিলা এলাকায় ঢুকে পড়ে । ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের পাশে ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় তারা সুপারি চুরি করতে গেলে খাসিয়ারা বেশ কয়েক রাউন্ড ছররা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে আশিকুর ও মোশাইদ নামে দুই বাংলাদেশি দুষ্কৃতী সেখানেই মরে পড়ে থাকে ।
এই বিষয়ে সিলেটের ৪৮ বিজিবির অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে দুজন মারা গেছেন বলে শুনেছি। সুপারি চুরি করতে ভারতে ঢুকে পড়লে বাগান মালিকরা গুলি চালায় বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এদের মধ্যে একজনের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের দেহ কোথায় আছে তা এখনও নিশ্চিত নই।’ যদিও কোম্পানীগঞ্জ থানার ওসি মহম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, অন্যরা লাশ দুটো উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে । দুজনের লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ।।

