দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ সেপ্টেম্বর : দিন কয়েক ধরেই পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল ২৩-২৪ বছরের মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাতপরিচয় তরুনীকে । অবশেষে শুক্রবার তাঁকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ । ভাতার থানার ওসি সৈকত মণ্ডল বলেন, ‘মহিলাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে । তারপর আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।’
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,দিন ৩-৪ আগে হঠাৎ এলাকায় আবির্ভাব হয় মানসিক প্রতিবন্ধী ওই তরুনীর । ভাতার বাজারে বর্ধমান-কাটোয়া সড়ক পথ ধরেই সাধারনত সে ঘোরাঘুরি করত । স্থানীয় ব্যাবসায়ী ও বাসিন্দারা তাকে খেতে দিচ্ছিলেন । তবে বদ্ধ উন্মাদ ওই যুবতীকে প্রায়ই নগ্ন বা অর্দ্ধনগ্ন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল । তাই তাঁকে অবিলম্বে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানোর জন্য দাবি উঠছিল । শেষে বিষয়টি ভাতার থানার ওসি সৈকত মণ্ডলের নজরে পড়ে গেলে তিনি ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসায় পাঠাতে উদ্যোগী হন ।
কিন্তু তাঁর নির্দেশে এদিন ওই মহিলাকে উদ্ধার করতে গিয়ে রীতিমত বেগ পেতে হয় ভাতার থানার মহিলা সিভিক ভলেন্টিয়ার্সদের । জানা গেছে,এদিন সকালে ভাতার রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিল ওই তরুনী । তাকে থানায় আনার জন্য পুলিশ কর্মীদের সঙ্গে সেখানে যান পাঁচজন মহিলা সিভিক ভলেন্টিয়ার্স । সিভিক ভলেন্টিয়ার্সরা তাকে পুলিশের গাড়িতে বলতেই ওই মহিলা তাঁদের তেড়ে আসে । শেষে দীর্ঘক্ষনের চেষ্টায় তাঁরা মহিলাকে গাড়িতে তুলে থানায় আনতে সক্ষম হন । পুলিশ জানিয়েছে,মানসিক ভারসাম্যহীন মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে ।।