এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৯ ডিসেম্বর : বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত তকিপুর গ্রামের আউশগ্রামের তিন শতাব্দী প্রাচীন কালীমন্দির সহ ৪ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । মন্দিরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে মুখ ঢাকা তিন জন দুষ্কৃতীর ওই দুঃসাহসিক অপরাধের দৃশ্য । মাত্র আধ ঘন্টার মধ্যে মন্দিরগুলির প্রণামী বাক্স ভেঙে সব মিলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ওই দুষ্কৃতী দলটি । সেই সময় পুলিশ টহল দিয়েছিল এবং দু’জন সিভিক ভলান্টিয়ার গভীর রাত পর্যন্ত ছিল । তাঁদের চলে যাওয়ার পরেই এই চুরির ঘটনা ঘটায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
জানা গেছে,তকিপুর গ্রামের তিন শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী বড়কালী মন্দিরে চুরির সময় টের পেয়ে যান মন্দিরের পাশের বাড়ির বাসিন্দা মৌসুমী ঘোষ নামে এক গৃহবধূ । তিনি বলেন,’তখনও আমি ঘুমোইনি । হঠাৎ মন্দির থেকে ভাঙচুরের শব্দ শুনতে পাই । সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে আমি পাশের বাড়ির সন্দীপ পালকে ফোন করে বলি এবং বাড়ির অন্যান্য সদস্যদের ডেকে ঘুম থেকে তুলি ।’
জানা গেছে,মন্দিরে দুষ্কৃতীদের হানা দেওয়ার বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা দল বেঁধে বড়কালী মন্দিরের দিকে জড়ো হতে শুরু করে । সেই সময় তাদের নজরে পড়ে হাতে শাবল নিয়ে লুটপাট চালাচ্ছে মাথায় টুপি ও মুখে মাস্ক পরা তিন জন দুষ্কৃতী । কিন্তু গ্রামবাসীদের দল বেঁধে আসছে দেখে দুষ্কৃতী দলটি ছুটে পালায় । গ্রামবাসীরা তাদের পিছু ধাওয়া করে৷ কিন্তু কাউকে ধরতে সক্ষম হয়নি। তবে পালানোর সময় তারা একটি শাবল ও তিন জোড়া চটি ফেলে যায়।
বড়কালী মন্দিরের সেবাইত পরিবারের দেবাশীষ সরকার জানান, বড়কালী মন্দিরের পাশাপাশি ছোটকালী মন্দির ও দুটি শিবমন্দির মিলিয়ে মোট আটটি প্রণামী বাক্স ভেঙে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা । প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অনুমান তার ।।

