এইদিন ওয়েবডেস্ক,ময়মনসিংহ,১৯ ডিসেম্বর : ফের ধর্মনিন্দার মিথ্যা অভিযোগে বাংলাদেশের এক হিন্দু যুবককে নির্মমভাবে পিটিয়ে ও জীবন্ত পুড়িয়ে হত্যা করল ইসলামি উগ্রপন্থীদের দল৷ পাশাপাশি একাধিক হিন্দু বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাতে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ি পাইনিয়ার অফিসের সামনে।জানা যায়, দীপু চন্দ্র দাস(৩০) নামে এক হিন্দু যুবক সামাজিক মাধ্যমে বা প্রকাশ্যে ধর্মীয় কটূক্তি করেছেন—এমন অভিযোগ তুলে স্থানীয় একদল মুসলিম জনতা হঠাৎ তাকে ঘিরে ধরে তার ওপর হামলা চালায়। প্রথমে তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং পরে তাকে গাছের সঙ্গে বেঁধে ফের নৃশংসভাবে গণপিটুনি দেওয়া হয় । এদিকে এই প্রকার অসহনীয় অত্যাচারে জ্ঞান হারিয়ে ফেলে ওই যুবক । সেই সময় গাছের সঙ্গে বাঁধা অবস্থাতেই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবশেষে জীবন্ত দগ্ধ অবস্থায় তার মৃত্যু হয় ।
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে হবিরবাড়ি ইউনিয়নসহ আশপাশের এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও ভয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক পরিবার তাদের নারী ও শিশুদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মানবাধিকারকর্মীরা এ ঘটনাকে আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, ধর্মীয় অনুভূতির অজুহাতে এমন বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্নকে আরও গভীর সংকটে ফেলছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।।

