এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৭ সেপ্টেম্বর : স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১-তম জন্মদিন পালন করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার । শুক্রবার সকাল থেকেই নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া শহরের লোকপুর এলাকায় তাঁকে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঝাঁটা ও কোঁদাল হাতে দেখতে পাওয়া যায় । তারপর মন্ত্রীর নেতৃত্বে চলে পুকুরের জল ও ঘাটে সাফাই অভিযান ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগ্রহন করেন ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর । এদিন ছিল প্রধানমন্ত্রীর ৭১-তম জন্মদিন ৷ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশ জুড়ে ‘আসুন সকলে অন্যের সেবায় নিজেকে যুক্ত করি’ স্লোগানকে সামনে রেখে ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচী পালন করছে বিজেপি । এদিন নিজের লোকসভা কেন্দ্রে এই কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার । শুরুতেই চলে কচিকাঁচাদের সঙ্গে পরিচয় পর্ব । তাদের সকলকে তিনি নিজের হাতে তাদের ক্ষীর খাইয়ে দেন । তারপর শুরু করেন স্বচ্ছতা অভিযান ।
মন্ত্রী বলেন, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণ নিজের জন্মদিনকে সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে সমর্পন করেছিলেন । ঠিক সেই রকমই আজ আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনে কোনও উৎসব বা সমারোহের আয়োজন না করে আমরা নিজেদের মানুষের সেবার কাজে নিযুক্ত করেছি । সেই উদ্দেশ্যে এদিন এলাকার একটি জলাশয়ের জল ও ঘাটটিকে আবর্জনামুক্ত করা হল ।’পাশাপাশি তিনি সাধারন মানুষের কাছে আবেদন জানান, সকলে মিলে যেন পুকুর ও পুকুর সংলগ্ন এলাকাটি সর্বদা পরষ্কার পরিচ্ছন্ন রাখেন ।।