প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ ডিসেম্বর : জন্মমৃত্যু সহ অনান্য শংসাপত্র ইস্যু করা অফিসে তখন সবেমাত্র এসে বসেছেন পুরসভার জনৈক কর্মী । টেবিলে রাখা খাতাপত্র গোছগাছ করছিলেন তিনি । সেই সময় অফিসে আসেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি । কোনো ভনিতা না করে তিনি সরাসরি পুরকর্মীকে বলেন, ‘আমায় তো মেরে দিয়েছে, ডেথ সার্টিফিকেটটা দিন ৷’ একথা শোনার পর ভুত দেখার মত চমকে ওঠেন পুরকর্মী । এরপর তিনি বেশ কিছুক্ষণ ধরে ওই ব্যক্তির আপাদমস্তক নিরীক্ষণ করেন। কোনো অশরীরি নয় নিশ্চিত হওয়ার পর শেষ পর্যন্ত সম্বিৎ ফেরে তার । বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভায় এই ঘটনা ঘটেছে । এদিকে একজন জীবিত ব্যক্তির নিজের জন্য ডেথ সার্টিফিকেট তুলতে যাওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গেছে এলাকায় ।
জানা গেছে,নিজের ডেথ সার্টিফিকেট তুলতে যাওয়া ওই ব্যক্তির নাম পূর্ণ সাহা । কালনা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিনগর পাড়ার বাসিন্দা তিনি । ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের(এস আই আর) গননা ফর্ম বা এনুমারেশন ফর্ম পূরণ করে যথাসময়ে বুথ লেভেল অফিসারকে(বিএলও)-এর হাতে তুলে দিয়েছিলেন । মঙ্গলবার নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তিনি নিজের নাম আছে কিনা দেখতে স্মার্টফোনে কমিশনের সাইট খুলেছিলেন । কিন্তু এপিক নম্বর ধরে সার্চ করতেই চমকে ওঠেন তিনি । কারন খসড়া ভোটার তালিকায় তার নাম তো জ্বলজ্বল করছে, কিন্তু নামের পাশে লেখা রয়েছে “মৃত” । এটা দেখেই ক্ষোভে ফুঁসে ওঠেন পূর্ণবাবু । তারপর বুধবার সকালেই একজন পড়শিকে সাথে নিয়ে তিনি নিজের মৃত্যুর শংসাপত্র আনতে সটান পৌঁছে যান কালনা পৌরসভায় ।
একজন সুস্থসবল মানুষকে কে মৃত বানালো? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায় । তবে সন্দেহের তির যার দিকে,তিনি হলেন পূর্ণ সাহার এলাকার বিএলও অনিতা প্রসাদ । পূর্ণবাবু বলেন, ‘আমি এনামুরেশন ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই বিএলও (BLO)-এর কাছে জমা দিয়েছিলাম । কিন্তু খসড়া তালিকায় আমায় মৃত দেখানো হয়েছে । তার অভিযোগ,’পূরণ করা ফর্ম সংগ্রহের সময় বুথ লেভেল অফিসার’ই (BLO) রিসিভ কপিতে নিশ্চই আমায় মৃত বলে উল্লেখ করেছেন । তাই খসড়া ভোটার তালিকায় আমার নামের পাশে ’মৃত’ লেখা রয়েছে।’ পূর্ণবাবুর স্ত্রী নীরবী সাহার দাবি,’বিএলও বাড়িতে এসে ফর্ম সংগ্রহ করেননি। অন্যত্র বসে তিনি ফর্ম নিয়েছিলেন ।ওই সময়ে ফর্মে আলাদা করে কিছু লিখে দেওয়া হয়েছিল কিনা,সেটা জানার উপায়ও ছিল না।’ যদিও এবিষয়ে অভিযুক্ত বিএলও অনিতা প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে পূর্ণ সাহাকে জীবিত প্রমান দিতে বিএলও তাকে তার সামনে সশরীরে উপস্থিত হওয়ার ফরমান জারি করেছেন বলে জানা গেছে ।
এদিকে এসআইআর-এর বিরোধী শাসকদল তৃণমূল কংগ্রেস যথারীতি এনিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছে । পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসুর কথায়, ‘চক্রান্ত করে বৈধ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে । এসব বিজেপির কারসাজি ।’ জীবিত মানুষকে ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টি নিয়ে কালনার মহকুমা শাসক অহিংসা জৈন জানান যে বিষয়টি খতিয়ে দেখা হবে ।।

