দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে অজানা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের । গুরুতর জখম টোটোর এক যাত্রী । বৃহস্পতিবার প্রায় রাত্রি ৮ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে ভাতার থানার ভাটাকুলের কাছে । পুলিশ জানিয়েছে, মৃত টোটো চালকের নাম গোপাল চন্দ্র দাস (৩৫) । তিনি তুলসিডাঙ্গা মিরেপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন । খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বর্ধমানের কেমরি হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । শুক্রবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । পুলিশ ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,আউশগ্রামের সিলুট ভাটপাড়া এলাকায় বাড়ি গোপাল চন্দ্র দাসের । তুলসিডাঙ্গা মিরেপাড়ার বাসিন্দা পেশায় কৃষক সুকুমার দাসের বড় মেয়ে মমতা দাসের সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয় । মমতাদেবী রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন । তাঁদের দুই ছেলে সৌম্যজিত(১৫) ও অর্ঘ্য (১২) পড়াশোনা করে । বিয়ের পর থেকেই মিরেপাড়ায় শ্বশুরবাড়িতে ছিলেন গোপালবাবু । বিভিন্ন ব্যাবসাও করেছেন । সম্প্রতি টোটো কিনে ভাড়ায় খাটাতে শুরু করেছিলেন । তিনি নিজেই টোটো চালাতেন বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতেও যথারীতি টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন গোপাল চন্দ্র দাস । তখন ভাটাকুল গ্রামের বাসিন্দা জনৈক এক ব্যক্তি তাঁর টোটোয় ওঠেন । টোটোটি বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক পথ ধরে মিরেপাড়ার দিকে যাওয়ার সময় ভাটাকুলের কাছাকাছি আসতেই দূর্ঘটনাটি ঘটে ।
স্থানীয় সুত্রে খবর,মিড়েপারার এক বাসিন্দা সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময় দেখেন বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক পথের উপরে রাখা পাথরের স্তুপের কিছুটা পাশেই একটি গাছে কার্যত চেপ্টে রয়েছে টোটোটি । টোটোর স্টিয়ারিং উপর রক্তাক্ত সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন টোটো চালক । কিছুটা দুরেই গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন টোটোর যাত্রী । এরপর ওই ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু তার আগেই টোটো চালকের মৃত্যু হয় । জখম ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।
রাস্তার উপরে রাখা পাথরের স্তপের সঙ্গে সংঘর্ষ এড়াতেই রাস্তার ডানদিন ঘেঁষে গিয়ে কোনও বেপরোয়া গতির গাড়ি টোটোটিকে ধাক্কা দিয়েছে বলে অনুমান স্থানীয়দের । স্থানীয়দের দাবি,সড়ক পথ সংস্কারের জন্য রাস্তার উপরে ঢেলে রাখা পাথরের স্তুপ অবিলম্বে সরানো ব্যাবস্থা করা হোক ।।