এইদিন স্পোর্টস নিউজ,১৮ ডিসেম্বর : আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি গুজরাটের জামনগরের ভান্তারায় ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ ও ধ্যান করলেন । দুগ্ধাভিষেক করলেন মহাদেবের৷ তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল । জামনগরে অবস্থিত ঐতিহ্যবাহী গনপতি মন্দিরে দর্শন ও প্রার্থনায় অংশগ্রহণ করেছেন মেসি ও তার সঙ্গীরা । “জয় মাতা দি” মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবী সিংহবাহিনীর আরতী করেছেন তারা । ঐতিহ্যবাহী হনুমান মন্দিরে দর্শন ও প্রার্থনায় অংশগ্রহণ করেছেন । গনপতির চরণে শ্রদ্ধায় মাথা ঠেকিয়েছেন লিওনেল মেসি । সেই সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ।
ভারত সফর শেষে বুধবার রাতে মেসি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “নমস্তে ভারত… দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং কলকাতার এক স্মরণীয় ভ্রমণ ছিল। এই ভ্রমণ জুড়ে দেখানো উষ্ণ অভ্যর্থনা, আতিথেয়তা এবং ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। আমি আশা করি ভারতে ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি আশা করি আমরা একদিন ফুটবল ম্যাচ খেলতে ভারতে ফিরে আসতে পারব, তবে আমরা নিঃসন্দেহে ভারতে ফিরে আসব।”
তরুণ শিল্পপতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট কর্তৃক আয়োজিত গুজরাটের জামনগরে অবস্থিত একটি নিবেদিতপ্রাণ বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আমন্ত্রণ জানানো হয়েছিল মেসি,লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে । GOAT ভারত সফর শেষ করার আগে অনন্ত আম্বানির ডাকে সাড়া দিয়ে তিনি ভান্তারায় তার বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন । বাঘ,সিংহ,জিরাফ প্রভৃতি বন্যপ্রাণীদের সাথে ছবি তোলেন মেসি ও তার সঙ্গীরা৷ হাতিদের খাওয়ানোর পর হস্তিশাবকদের সাথে তিনি ফুটবল খেলেন । মেসির সম্মানে একটি সিংহ শাবকের নামকরণ করা হয় “লিওনেল” ।
এদিকে ভারতীয় ক্রিকেটের পেস বোলার মহম্মদ সিরাজের একটি ঘটনা নতুন করে তুলে ধরেছেন নেটিজেনরা । আসলে,ভারতীয় ক্রিকেট দলকে হোটেলে স্বাগত জানানোর সময় সকলের কপালে তিলক পরিয়ে দেওয়া হয় । কিন্তু ইসলামের রীতিনীতির বিরুদ্ধে বলে মহম্মদ সিরাজ তিলক পরতে অস্বীকার করেন । অন্যদিকে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে তিলক পরানোর সময় তাকে শ্রদ্ধায় মাতা নত করতে দেখা যায় । ফলে মহম্মদ সিরাজের কট্টরপন্থী মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ।।


