এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ ডিসেম্বর : মসজিদকে সামরিক ঘাঁটিতে পরিণত করার প্রতিবাদে তালিবানের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে জড়াল আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের র পারিয়ান জেলার অন্তর্গত একটি গ্রামের লোকেরা । শেষ পর্যন্ত তারা মসজিদটি মুক্ত করতে সক্ষম হয় । তালেবান বাহিনীর মারধরের কারণে সংঘর্ষে চার যুবক গুরুতর আহত হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গেছে,পারিয়ান জেলার “কোজান” গ্রামের বাসিন্দারা তিন দিন আগে (১১ ডিসেম্বর) তালেবানদের দ্বারা স্থানীয় মসজিদটিকে সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার প্রতিবাদ করে এবং খালি হাতে সম্মুখ সমরে অবতীর্ণ হয় । দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । তালিবান যোদ্ধারা গ্রামবাসীদের ধরে এলোপাথাড়ি পেটায়৷ কিন্তু গ্রামের লোকেরা দলে ভাড়ি হলে তালিবান যোদ্ধারা পিছু হঠে । সংঘর্ষের সময়, তালেবান বাহিনীর হামলায় শের মোহাম্মদ, মোহাম্মদ রহমান, সফর মোহাম্মদ এবং মোহাম্মদ আমান নামে চার স্থানীয় যুবক গুরুতর আহত হয়। প্রতিবেদন অনুসারে, আহতদের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য,তালেবানরা পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে, তারা বিপুল সংখ্যক মসজিদ, স্কুল এবং অন্যান্য পাবলিক স্থাপনাকে সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করেছে, এই পদক্ষেপের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে প্রতিবাদ জানিয়েছে।।

