এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৭ ডিসেম্বর : আফগানিস্তানের তালেবান সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং মদ পরিবহনের অভিযোগে বালখ প্রদেশে চারজনকে মাঠে নিয়ে গিয়ে গ্রামবাসীদের সামন্র বেত্রাঘাত করেছে।তালেবান সুপ্রিম কোর্ট আজ বুধবার, এক বিবৃতিতে আরও জানিয়েছে যে বালখের একজন ব্যক্তিকে মদ পরিবহনের অভিযোগে ৩৯ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
বিবৃতি অনুসারে, বালখ প্রদেশের জাওজানে একজন মহিলা এবং একজন পুরুষকে পরকীয়া সম্পর্কের অপরাধে এক থেকে তিন বছরের কারাদণ্ড এবং ১৫ থেকে ৩৯ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
আরও একজন মহিলাকে ৩৯টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। ওই মহিলা একই পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিল । এর আগের দিন বাদাখশান এবং গজনিতে চারজনকে খেলার মাঠে নিয়ে গিয়ে বেত্রাঘাত করেছিল।
প্রসঙ্গত,তালিবান আসার পর আফগানিস্তানে ইসলামি শরিয়া শাসন কঠোরভাব লাগু করা হয়েছে । বিভিন্ন অপরাধে অভিযুক্তদের মাঠে নিয়ে গিয়ে শাস্তি দেয় ওই গোষ্ঠীটি । তার আগে স্থানীয় বাসিন্দাদের শাস্তি কার্যকর করার দৃশ্য দেখার জন্য নির্দেশ দেওয়া হয় ।।

