এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ ডিসেম্বর : একদিকে যখন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাতের লেখা একাধিক ভুল বানানের বাংলা চিঠি নিয়ে আলোচনা সমালোচনা চলছে, তার মাঝেই দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং পুর্ব আসনের তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি আজ বুধবার এক্স-এ পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়ের যুগ্ম সচিব এ. পুঞ্চাধ্যায় -এর স্বাক্ষরিত এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে পাঠানো একটি নির্দেশের কপি শেয়ার করেছেন । গত ৯ই ডিসেম্বর পাঠানো ওই চিঠির বিষয়বস্তু হল : “আল্লাহ বিশ্ববিদ্যালয়ের দরবার-ই-আলিয়া (আদালত) -এ পশ্চিমবঙ্গ বিধানসভার তিনজন সদস্যের মনোনয়ন”৷
ওই তিন সদস্য হলেন : কলকাতার চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ; মুর্শিদাবাদের সমসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পুর্বের বিধায়ক সওকত মোল্লা । সওকত মোল্লাকে “বোম বাঁধার প্রফেসর” বলে অবিহিত করে রাজ্য সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা ।
পাশাপাশি একটি প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সওকত মোল্লার কথোপকথনের একটা পুরনো ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । ভিডিও-তে তাদের কথোপকথনটি নিচে তুলে ধরা হল :
সওকত মোল্লা : মাঠ দিয়েছেন,যদি একটা টার্মিনাল দেন তাহলে খুব ভালো হয় ।
মুখ্যমন্ত্রী : কি?
সওকত মোল্লা : বাস টার্মিনাল ।
মুখ্যমন্ত্রী : কোন খানটায় ?
সওকত মোল্লা : দিদি,জীবনতলায় ।
মুখ্যমন্ত্রী : জীবনতলা কোনো বাস টার্মিনাল হওয়ার জায়গা ?
সওকত মোল্লা : হ্যাঁ, দিদি ।
মুখ্যমন্ত্রী : তোরা খালি মারপিট করিস আর বোম বাঁধিস । জীবনতলায় কিভাবে বাস টার্মিনাল হবে ?
সওকত মোল্লা : দিদি,ওখানে কোনো সমস্যাই নেই একদম ।
মুখ্যমন্ত্রী : আচ্ছা,জাহাঙ্গীরকে ঢুকতেই দাও না তোমরা ।
শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘বিশিষ্ট শিক্ষাবিদ “বোম বাঁধার প্রফেসর” জনাব সওকত মোল্লা কে পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়, আলিয়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোর্ট মেম্বার পদের দায়িত্বে নিযুক্ত করেছে !!! মনে হয় পশ্চিমবঙ্গে প্রকৃত শিক্ষাবিদের আকাল পড়েছে !’
যুগ্ম সচিবের ওই চিঠিতে বলা হয়েছে,”উপরে উল্লিখিত বিষয়ে আপনার ৮ই ডিসেম্বর, ২০২৫ তারিখের চিঠি নং ২৯৩০-এমডি/ও/১৪এম-০৭/ ২০২৫(পর্ব-২) উল্লেখ করার জন্য এবং আপনাকে অবহিত করার জন্য যে মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গ বিধানসভা, আলিয়া বিশ্ববিদ্যালয়ের দরবার-ই- আলিয়া (আদালত) -এ পশ্চিমবঙ্গ বিধানসভার নিম্নলিখিত তিনজন সদস্যকে মনোনীত করতে পেরে আনন্দিত ৷” পাশাপাশি “মনোনীত সদস্যদের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ”র দেওয়া হয়েছে চিঠিতে।।

