এইদিন ওয়েবডেস্ক,দুর্গাপুর(পশ্চিম বর্ধমান),১৭ ডিসেম্বর : তৃণমূলের এক যুবনেতার বিরুদ্ধে যানবাহন পার্কিংয়ের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসানো এবং হকারদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা । মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ) অভিযান চালিয়ে একাধিক অবৈধ দোকান ভেঙে দেয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন দোকানমালিকরা। ক্ষিপ্ত এলাকাবাসীরা যুব তৃণমূল কর্মী দেবাংশু রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ দেখায়৷ শেষ পর্যন্ত পুলিশ তাকে জনরোষের হাত থেকে বাঁচায় । এদিকে রাজ্যে বিধানসভার ভোটের ঠিক মুখেই এহেন ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।
এডিডিএ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার ওই পার্কিংয়ের দায়িত্ব মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর হাতে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, যুব তৃণমূল নেতা দেবাংশু রায় ও তাঁর অনুগামীরা বেআইনিভাবে পার্কিং ফি ও দোকান থেকে ভাড়া আদায় করছিলেন। দোকানমালিকরা অভিযোগ করেছেন, ভাড়া না দিলে তাদের দোকান চালাতে দিত না যুব তৃণমূল নেতা দেবাংশু রায় ও তার অনুগামীরা । মঙ্গলবার এডিডিএ-এর জবরদখল উচ্ছেদ অভিযানের সময় দেবাংশু রায়কে সামনে পেয়ে তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা । কেন তিনি “তোলাবাজি” করছিলেন, এই প্রশ্ন তৃণমূল নেতাকে জিজ্ঞেস করেন তারা । পরিস্থিতি বেগতিক বুঝে দুই পুলিশকর্মী তৃণমূল নেতাকে আড়াল করে তাকে গনরোষের হাত থেকে বাঁচায় ।
যদিও অভিযুক্ত যুব তৃণমূল নেতা দেবাংশু রায় অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি দাবি করেছেন যে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দলের কেউ বেআইনি কাজে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিজেপির দাবি, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।।

