এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ ডিসেম্বর : অবশেষে প্রতীক্ষার অবসান হল । আজ মঙ্গলবার বেলা ১২ নাগাদ সকালে বাদ পড়া নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম। এর মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট ভোটারদের নাম। যার মধ্যে প্রায় ২৪ লক্ষ ভোটারকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯ লক্ষ ভোটার স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন অথবা অন্য কোথাও চলে গেছেন। এছাড়াও ১২ লক্ষ ভোটারকে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ১ লক্ষ ৩৮ হাজার নাম নকল বা ভুয়ো হিসেবে এন্ট্রি করা হয়েছে। অন্যান্য কারণে আরও ৫৭ হাজার নাম বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বাদ পড়া নামের তালিকা কমিশনের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in/asd_sir এ প্রকাশ করা হয়েছে । এই ওয়েবসাইটেই দেখা যাবে এসআইআর প্রক্রিয়ায় কাদের নাম বাদ পড়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এবং বুথভিত্তিক কত নাম বাদ পড়ল সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে এই তালিকায়। সেই তালিকা ডাউনলোড করে দেখে নিতে হবে।
কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা ?
খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না, তা দেখতে হবে নির্বাচন কমিশনের নির্দিষ্ট https://www.eci.gov.in/ ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রথমে ‘ইলেকটরস’ অপশনে ক্লিক করতে হবে। তারপর একটি নতুন পাতা খুলে যাবে। সেখানে নীচের দিকে ‘সার্চ ইয়োর নেম ইন ইলেক্টোরাল রোল’ নামে একটি অপশন পাওয়া যাবে। তাতে ক্লিক করলে একটি নতুন ট্যাব খুলে যাবে। সেখানে ‘সার্চ বাই এপিক’ অপশনে ক্লিক করতে হবে। এরপরে ‘সিলেক্ট ল্যাঙ্গুয়েজ’ অপশনে গিয়ে বাংলা বেছে নিতে হবে। শেষে এপিক নম্বর এবং রাজ্যের নাম দিতে হবে। তারপর ক্যাপচা কোড পূরণ করে ‘সার্চ’ অপশনে ক্লিক করলেই দেখে নিতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কি না।
ওয়েবসাইটের পাশাপাশি নির্বাচন কমিশনের ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ থেকেও খসড়া তালিকা দেখতে পারবেন ভোটাররা। অ্যাপটি খোলার পরে সেখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। তার মধ্যে সবুজ রঙের একটি বক্সের মধ্যে লেখা আছে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’। সেটিতে ‘ক্লিক’ করলে নতুন একটি পেজ খুলে যাবে। নতুন পাতায় উপরের বাঁ দিকে একটি অপশন থাকবে ‘সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করতে হবে। তারপরে ক্লিক করতে হবে সার্চ বাই ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নীচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ভোটার জেনে যেতে পারবেন খসড়া তালিকায় নাম রয়েছে কি না।
এছাড়াও, এই সমস্ত জায়গায় দেখতে পাবেন খসড়া তালিকায় নিজের নাম
১) আপনার স্থানীয় বুথ
২) স্থানীয় পঞ্চায়েত অফিস
৩) স্থানীয় পুরসভা দফতর
৪) আপনার এলাকার মহকুমাশাসকের দপ্তর
৫) আপনার স্থানীয় জেলাশাসকের দপ্তর
৬) আপনার স্থানীয় BDO অফিস
৭) DEO ওয়েবসাইট
৮) CEO ওয়েবসাইট
৯) ECINET ওয়েবসাইট প্রভৃতি ।।

