এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১৫ ডিসেম্বর : আজ সোমবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কংগ্রেসের তোলা ‘ভোট চুরির’ অভিযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন এবং বলেছেন যে, ‘ইন্ডি জোটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই’।জাতীয় রাজধানীতে ‘ভোট চোর গদি ছোড়’ সমাবেশে শীর্ষ কংগ্রেস নেতারা বিজেপি এবং নির্বাচন কমিশনারদের আক্রমণ করার একদিন পর তাঁর এই মন্তব্য আসে। ওই সমাবেশে কংগ্রেস নেতারা অভিযোগ করেন যে, ‘ভোট চুরি’ ক্ষমতাসীন দলের ডিএনএ-তে রয়েছে এবং এদের নেতারা ‘বিশ্বাসঘাতক’, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে এবং তাদের ক্ষমতা থেকে সরানো উচিত।
আব্দুল্লাহর ন্যাশনাল কনফারেন্স বিরোধী ‘ইন্ডি’ জোটের একটি অংশীদার দল। লোকসভায় বিরোধী সাংসদের সংখ্যার দিক থেকে কংগ্রেস এই জোটের বৃহত্তম দল। কংগ্রেসের তুলে ধরা ‘ভোট চুরি’ এবং কথিত নির্বাচনী অনিয়মের বিষয়ে মন্তব্য করতে বলা হলে আবদুল্লাহ বলেন, “এর সাথে ‘ইন্ডি’ জোটের কোনো সম্পর্ক নেই। প্রতিটি রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি নির্ধারণ করতে স্বাধীন। কংগ্রেস ‘ভোট চুরি’ এবং এসআইআর-কে তাদের প্রধান ইস্যু বানিয়েছে। আমরা তাদের অন্য কিছু বলার কে?”
কংগ্রেস দাবি করেছে যে তারা ‘ভোট চুরির’ বিরুদ্ধে প্রায় ছয় কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে এবং সেগুলো রাষ্ট্রপতির কাছে পেশ করবে। আসলে,বিহারে শোচনীয় পরাজয়ের পর কংগ্রেস আর কিছু ইস্যু খুঁজে পাচ্ছে না বলে মন্তব্য করেছে বিজেপি ।।

