এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ ডিসেম্বর : উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা-উদ্ধব বালাসাহেব ঠাকরে বা শিবসেনা (ইউবিটি)-এর জন্য একটি বড় ধাক্কা খেয়েছে ৷ প্রাক্তন কর্পোরেটর এবং দলের একজন প্রভাবশালী নেতা প্রয়াত অভিষেক ঘোষালকারের স্ত্রী তেজস্বী ঘোষালকার আজ সোমবার মুম্বাইতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন৷ বিজেপির মুম্বাই ইউনিটের প্রধান অমিত সাতম এবং এমএলসি প্রবীণ দারেকরের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগদান করেছেন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে ক্যামেরায় লাইভ ধরা পড়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডে, অভিষেক ঘোষালকরকে ফেসবুক লাইভে থাকাকালীন মরিস নোরোনহা নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করে। ঘোষালকর এবং নোরোনহার মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এখন বহু প্রতীক্ষিত বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন নির্বাচনের আগে তেজস্বী ঘোষালকরের বিজেপিতে যোগদান শিবসেনার (ইউবিটি) জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে । বিজেপিতে যোগদানের পর তেজস্বী বলেন, “আমি শিবসেনা (YBT) তে সততার সাথে কাজ করেছি। এখন আমি নতুন দলেও সততার সাথে কাজ করব।”

