নিজস্ব প্রতিনিধি,কালনা,০২ ডিসেম্বর ঃ রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে অগ্নিকান্ডের ঘটনায় ভস্মীভূত হল দুটি বাড়ি।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদন ঘাট গ্রাম পঞ্চায়েতের সাতগরিয়া দক্ষিণ পাড়ায়। কানাই মাঝি ও শ্রীদাম মাঝি নামে দুই ভাইয়ের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় । তাঁদের দাবি,দুই ঘরের আসবাবপত্র সহ গহনা মিলে অনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ।
পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়ির গৃহকর্ত্রী বাসন্তী মাঝি গ্যাসে চা তৈরী করছিলেন।সেই সময় হঠাৎই গ্যাসের পাইপ লিক করে আগুন ধরে যায় । আগুন ক্রমশ বাড়ির খড়ের চালে ছড়িয়ে পড়ে । নিমেষের মধ্যে সম্পূর্ণ বাড়িটাকে আগুনে গ্রাস করে নেয় । সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের তৎপরতার সঙ্গে জল তোলার তিনটি মেশিন লাগিয়ে পাশের পুকুর থেকে জল তুলে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
বুধবার সকালে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ ও নাদন ঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান খয়রাত আলী সাহানা সহ নবকুমার কর পরিদর্শন করতে ঘটনাস্থলে আসেন । তাঁরা ক্ষতিগ্রস্থ দুই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন । পাশাপাশি পঞ্চায়েত থেকে তাদেরকে ত্রিপল সহ বেশ কিছু পোষাক ও খাদ্য সামগ্রীও তুলে দেওয়া হয় ।।