এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৬ সেপ্টেম্বর : পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত বাঁকুড়ার ছাতনা-১ পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূলের কর্মী সমর্থকরা । বিক্ষোভকারীদের দাবি,প্রধান দলের কোনও নিয়মকানুন মানেন না । নিজের ইচ্ছামত কাজ করেন । বিভিন্ন অনৈতিক কার্যকলাপে তিনি যুক্ত হয়ে পড়েছেন । প্রধানের পালটা অভিযোগ, উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছে দলের কর্মীরা ।
ছাতনা এক নম্বর তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জয় দত্ত বলেন, ‘প্রধান দলের নিয়মকানুন না মেনে নিজের ইচ্ছামত কাজ করেন । ব্লক ও অঞ্চল নেতৃত্বকে নিয়ে তার সঙ্গে একাধিকবার আলোচনায় বসা হয়েছিল । কিন্তু তাতেও কোনও কাজ হয়নি । উপরন্তু স্বজনপোষণ ও দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছেন । তাই আমরা পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি ।’
যদিও অভিযোগ প্রসঙ্গে প্রধান সরস্বতী বাউরী বলেন, ‘কেন তালা ঝুলিয়েছে জানিনা । দুঃখের বিষয় এটাই যে আমাদের দলের লোকেরাই ঝামেলা পাকিয়ে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন । আমাকে কোনও কাজ করতে দেয়া হচ্ছে না ।’পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা দূর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির রাঢ়বঙ্গ জোনের কনভেনার পার্থ কুন্ডু । তিনি বলেন, ‘কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের লোকজনই এখন লড়াই করছে । বিরোধী দলকে কিছু করতে হচ্ছে না । পঞ্চায়েত ও পুর নির্বাচন যত এগিয়ে আসবে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসবে ।’
যদিও তৃণমূল জেলা চেয়ারম্যান শ্যামল সাঁতরার কথায়, ‘বড় পরিবারে একটু আধটু ঝামেলা হয়েই থাকে । আমরা নিজেদের মধ্যে বসে সব ঠিক করে নেবো ।’।