এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ ডিসেম্বর : ‘দিল্লির মসনদ জ্বালিয়ে’ দেবার হুমকি দল বাংলাদেশি জিহাদি হাসনাত আবদুল্লাহ । ওই জিহাদি হল বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক । আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকার শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘দিল্লির মসনদ জ্বালিয়ে’ দেওয়ার হুমকির পাশাপাশি বলেছে যে দিল্লির আধিপত্য কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো পেশাজীবী বা কোনো বুদ্ধিজীবীর মাধ্যমে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না ।
প্রসঙ্গত,গতকাল ওসমান হাদি নামে এনসিপি-এর এক নেতার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় অজ্ঞাতনামা দুই বাইক আরোহী । একটি গুলি তার মাথা এফোঁড়ওফোঁড় হয়ে আয় । বর্তমানে ঢাকার একট হাসপাতালে ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন । এই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ি করছে ওই সংগঠনটি । আর এজন্য যত রাগ ভারতের উপর পড়েছে ওই জিহাদি গোষ্ঠীটির ।
হাসনাত বলেছে, ‘গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, বাংলাদেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। গত ১৭ বছর ধরে যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারাই এখন বিভিন্ন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—নতুনভাবে সক্রিয় হচ্ছে।’ ওসমান হাদির জন্য দোয়া চাওয়া হচ্ছে এটা সামগ্রিক ব্যর্থতা উল্লেখ করে সে বলেছে, ‘হাদি দেশকে ইনসাফের পথে নিয়ে যেতে চেয়েছে। রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে এখন পরকীয়া করা হচ্ছে।’
হাসনাত আরও বলেছে, ‘আপনি যে পন্থি হন না কেন আমাদের একটা জায়গায় ঐকবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের জন্য দেউলিয়া হয়ে গেছে। আওমীলীগের সঙ্গে এখন পরকীয়া করছে।’ আওয়ামী লীগ ও ভারত বাংলাদেশের শত্রু উল্লেখ করে ওই জিহাদি বলে, ‘আমরা জানি কারা কারা ভারতের সঙ্গে যোগাযোগ করে ক্ষমতায় যেতে চান। সীমান্তের ওপার বা অন্যদেশ থেকে নয় ক্ষমতা নির্ধারণ হবে দেশের মানুষের ভোটে।’।
