এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ ডিসেম্বর : ক্রেতা সেজে এসে শব্জি বিক্রেতা বিধবা প্রৌঢ়ার সমস্ত টাকা নিয়ে চম্পট দিল অচেনা যুবক । ঘটনাটি ঘটেছে আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বড়া চৌমাথা মোড়ে । ক্ষতিগ্রস্ত শব্জি বিক্রেতা প্রৌঢ়ার নাম কল্পনা মাঝি । ব্যবসার সমস্ত পুঁজি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই অসহায় শব্জি বিক্রেতা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গুসকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।
বর্ধমান–সিউড়ি জাতীয় সড়কের ধারে গুসকরার বড়া চৌমাথা মোড়ে রয়েছে কল্পনা মাঝির শব্জির দোকান । জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে শব্জি বিক্রি করছিলেন তিনি । সেই সময় এক যুবক বাইকে চড়ে শব্জি কেনার নাম করে তার দোকানে আসে । যুবক জানায় যে পিকনিকের জন্য প্রচুর সবজি লাগবে । কল্পনাদেবীর সঙ্গে সে বিভিন্ন কথা বলতে শুরু করে । কথাবার্তার মাঝে একটি বস্তা চায় সে। কল্পনা দেবী বস্তা দিতে পারবেন বলে জানান। তখন ওই দুষ্কৃতী কাঁচা লঙ্কা দিতে বলে । সেই সময় মহিলার নজর এড়িয়ে তার পাশে রাখা টাকার ব্যাগটি নিমেষের মধ্যে তুলে নেয় ।এরপর সে বাইক ঘোরানোর অজুহাতে বর্ধমানের দিকে দ্রুত পালিয়ে যায় ।
জানা গেছে,এদিকে ব্যাগটি উধাও হয়ে গেছে দেখে চিৎকার করে লোকজন ডাকাডাকি করেন কল্পনাদেবী । কিন্তু ওই দুষ্কৃতী ততক্ষণে অনেকটাই দূরে চলে যায় । ফলে সমস্ত পুঁজি ফিরে না পাওয়ার সম্ভাবনা দেখে কান্নায় ভেঙে পড়েন কল্পনাদেবী । চোখের সামনে এমন দুঃসাহসিক কেপমারির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, দ্রুত অভিযুক্ত কেপমারকে চিহ্নিত করে ওই গরিব সবজি বিক্রেতার টাকা উদ্ধারের ব্যবস্থা করুক পুলিশ।।

