এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১২ ডিসেম্বর : পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর প্রথম ধাপের কাজ শেষ হয়েছে । বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত গননা ফর্ম (এনুমারেশন ফর্ম) জমা করার কাজ শেষ । প্রথম ধাপের কাজের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার চিত্র কিছুটা হলেও পরিষ্কার হয়েছে । নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে চলেছে । তবে এটাই চুড়ান্ত সংখ্যা নয় । আরও বেশ কিছু হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করে আসছেন যে যদি এস আই আর প্রক্রিয়া ৯০ শতাংশও সঠিক করে করা হয় তাহলে অন্তত এক কোটি নাম বাদ যাওয়া উচিত । প্রথম ধাপের এসআইআর-এর কাজের পর অন্তত তেমন প্রবনতাই লক্ষ্য করা যাচ্ছে ।
কমিশনের তথ্য অনুযায়ী,খসড়া তালিকা থেকে মোট ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ মৃত ভোটারের নাম বাদ গেছে । ভোটারকে খুঁজে পাওয়া যায়নি এমন সংখ্যা হল ১২ লক্ষ ১ হাজার ৪৬২৷ স্থানান্তরিত হয়েছে ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার । আর ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫ জন ডুপ্লিকেট বা ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে। অন্যান্যদের তালিকায় রয়েছে ৫৭ হাজার ৫০৯ জনের নাম।
আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারী শুনিয়ে রেখেছেন যে ডিএম ও বিডিও-দের একটা বড় অংশ শাসকদলের ইশারায় ভুয়ো নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে । খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তারা সেই ভুয়ো নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেবেন বলে জানান তিনি ।
এদিকে কোনও অভিযোগ থাকলে ১৫ জানুয়ারি পর্যন্ত কমিশনকে জানানো যাবে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করবে কমিশন। সেক্ষেত্রে প্রয়োজনে আবেদনকারীকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারী । সুতরাং, ঠিক কত সংখ্যক নাম এরাজ্যের ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে তা এখন নিশ্চিত করে বলা সম্ভব নয় । উল্লেখ্য,পশ্চিমবঙ্গ সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হয় গত ৪ নভেম্বর থেকে । ৪ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা বলা হয়েছিল প্রথমে । পরে এসআইআর প্রক্রিয়া ৭ দিন পিছয়ে দেওয়া হয় । ফের কমিশনের তরফে ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সময়সীমা বাড়ানো হয়েছে ।।

