এইদিন ওয়েবডেস্ক,মালাপ্পুরম,১০ ডিসেম্বর : কেরালা নাকি ১০০% শিক্ষিত রাজ্য । এনিয়ে সিপিএমসহ বামপন্থীদের গর্বের শেষ নেই ! কিন্তু কেরালার মালাপ্পুরমে এমন একটি বড় জাল সার্টিফিকেট চক্রের উন্মোচন করা হয়েছে যাতে বামপন্থীদের লজ্জিত করবে । সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে বলা হচ্ছে যে “কেরালার মালাপ্পুরমে আবিষ্কৃত বিশ্বের বৃহত্তম জাল সার্টিফিকেট তৈরির কারখানা” ।
জানা গেছে,পুলিশ লক্ষাধিক জাল ডিগ্রি এবং জাল সিলযুক্ত মার্কশিট উদ্ধার করেছে, যার সাথে ২৮টি বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে। ডাক্তারি, নার্সিং, ইঞ্জিনিয়ারিংসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সব ধরণের জাল সার্টিফিকেট পাওয়া গেছে । ইতিমধ্যে এক লক্ষেরও বেশি জাল সার্টিফিকেট শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ জাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে ।

এই চক্রের দানিশ, জসিম এবং ইরশাদ সহ ১০ জন পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ । চক্রের মধ্যে শাসকদল সিপিএমের নেতামন্ত্রী,শিক্ষাদপ্তরের আধিকারিক, কলেজগুলির অধ্যক্ষ ও অধ্যাপক সহ প্রচুর মানুষ জড়িয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে । আপাতত পুলিশ তদন্ত চালাচ্ছে ঠিকই, কিন্তু রাজনৈতিক চাপে আদপেই তদন্ত প্রক্রিয়া চরম পরিনতির মুখ দেখবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ।।

