এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৯ ডিসেম্বর : ফের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ভাগিরথীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি । এবারে ফেরিঘাটের কাছেই তলিয়ে গেলেন করিম শেখ (৫৪) নামের এক প্রৌঢ়৷ আজ মঙ্গলবার কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী ওই প্রৌঢ়ের সন্ধানে তল্লাশি শুরু করে । যদিও রাতের অন্ধকারের কারনে তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়ার আগে পর্যন্ত ওই প্রৌঢ়ের কোনো হদিশ পাওয়া যায়নি বলে জানা গেছে ।
জানা গেছে,নিখোঁজ করিম শেখ কাটোয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাগানেপাড়ার বাসিন্দা । তিনি পেশায় রিক্সাচালক ছিলেন । এদিন সকাল থেকে রিক্সা চালানোর পর কোনো কাজে নদীয়ার বল্লভপাড়ায় গিয়েছিলেন । ফিরে আসার সময় নৌকা জেটিতে লাগানোর আগেই তিনি লাফ দিয়ে নামতে যান। তখনই তিনি পা ফসকে নদীর জলে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তলিয়ে যান । পরে খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগ এসে তল্লাশি অভিযান শুরু করে৷
জানা গেছে,করিম শেখের বাড়িতে রয়েছেন স্ত্রী,এক ছেলে। এক মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে হাতেম শেখ শ্রমিকের কাজ করেন । করিম শেখের উপার্জনে তিন সদস্যের পরিবারের ভরনপোষণের অনেকাংশে নির্ভর করত । আকস্মিক এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ।।
