এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৬ সেপ্টেম্বর : ফোনে উত্যক্ত করার অভিযোগ তুলে প্রতিবেশী গ্রামের এক যুবককে ধরে বেদম মারধর করেছিল এক নাবালিকার পরিবারের লোকজন । কিন্তু পরে জানা যায় নাম বিভ্রাটের কারনে তাঁরা এক নির্দোষ যুবককে ধরে পিটিয়েছে । এই ঘটনাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল প্রহৃত যুবক ও কিশোরীর পরিবারের লোকজন । বুধবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলিনগর চৌমাথায় সংঘর্ষের পর উভয়পক্ষের তরফ থেকে এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম শেখ রেজাবুল (৩৫) ও শেখ হাসিবুল রহমান(৫০) । ধৃতদের বাড়ি আলিনগর গ্রামে । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বছর চৌদ্দোর ওই কিশোরীর বাড়ি ভাতার থানার মুরাতিপুর গ্রামে । কিছুটা পাশেই কাপশোড় গ্রাম । কাপশোড় গ্রামের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে ফোনে উত্যক্ত করার অভিযোগ উঠেছে । আর তা নিয়েই বিবাদের সুত্রপাত ।
জানা গেছে,আলিনগর গ্রামে মেয়েটির মাসির বাড়ি । ধৃত শেখ রেজাবুল সম্পর্কে মেয়েটির মেসোমশাই । কিশোরীকে ফোনে উত্যক্ত করার অভিযোগে বুধবার বেলায় দিকে শেখ রেজাবুল দলবল নিয়ে কাপশোড় গ্রামে চড়াও হয় । তারা ওই যুবকের সন্ধান চালাতে থাকে । কিন্তু ওই গ্রামে একই নামের আরও এক যুবক থাকেন । তিনি মোজাইক মিস্ত্রির কাজ করেন । রেজাবুলরা ভুল করে রাজমিস্ত্রি যুবকের পরিবর্তে মোজাইক মিস্ত্রি যুবককে ধরে বেদম পেটায় বলে অভিযোগ ।
সুত্রের খবর,এই ঘটনাকে ঘিরে দুই গ্রামের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । ঝামেলা এড়াতে বুধবার সন্ধ্যায় আলিনগর চৌমাথায় মাথায় উভয়পক্ষ মিলে মিমাংসায় বসার সিদ্ধান্ত হয় । দু’পক্ষ জড়োও হয়ে যায় । কিন্তু আলাপ আলোচনা শুরুর আগে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষের লোকজন । তা থেকে তুমুল সংঘর্ষ বেধে যায় ।
পুলিশ সুত্রে খবর, রাতে এনিয়ে দুই তরফেই থানায় অভিযোগ দায়ের করা । প্রহৃত যুবকের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেন কাপশোড় গ্রামের বাসিন্দা মকবুল হোসেন । অন্যদিকে কিশোরীর পরিবারের তরফ থেকে শেখ রেজাবুল পালটা অভিযোগ দায়ের করেন । দু’পক্ষ মিলিয়ে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । অভিযোগের ভিত্তিতে আলিনগরের বাসিন্দা শেখ রেজাবুল ও শেখ হাসিবুল রহমানকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,বাকি অভিযুক্তরা পলাতক । তাদের সন্ধান চলছে ।।