এইদিন ওয়েবডেস্ক,ফ্রান্স,১৬ সেপ্টেম্বর : আতঙ্কবাদী সংগঠন ইসলামিক স্টেটের অন্যতম প্রধান নেতা আদনান আবু ওয়ালিদ আল- সাহরাভিকে খতম করল ফরাসি সেনা । একটি ট্যুইট বার্তায় এই খবর জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন । ট্যুইটে তিনি লিখেছেন, ‘গ্রেটার সাহারায় ইসলামিক স্টেটের প্রধানকে ফরাসি সেনাবাহিনী খতম করেছে । সাহেলের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের লড়াইয়ে এটি আরও একটি বড় সফলতা । আদনান আবু ওয়ালিদ আল- সাহরাভি নামে ওই আতঙ্কবাদী গ্রেটার সাহারায় আইএসআইএসের একজন বড় নেতা ছিল । ওই সংগঠনটি আইএসআইএস জিএস নামেও পরিচিত । আবু ওয়ালিদ ও তার অনুসারীরা আল-কায়েদা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই সংগঠনটির উৎপত্তি হয় । আবু ওয়ালিদের উপর পাঁচ মিলিয়ন ডলার(৫০ লক্ষ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছিল ।
২০১৫ সালে সংগঠনের নেতৃত্ব ভার দেওয়া হয় আবু ওয়ালিদের উপর । তারপর তার নেতৃত্ব আইএসআইএস জিএস একাধিক হামলার দায় স্বীকার করেছে । তার মধ্যে ২০১৭ সালের ৪ অক্টোবর মালিয়ান সীমান্তের কাছে হামলার ঘটনা অন্তর্গত । হামলায় চার আমেরিকান সৈন্য ও চার নাইজেরিয়ান সৈন্য নিহত হয় । তারপর মার্কিন পররাষ্ট্র দপ্তর আবু ওয়ালিদকে বিশেষ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে । এছাড়া অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা ২১৯ এর অধীনে আইএসআইএস জিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয় ।।