দিব্যেন্দু রায়,ভাতার,১৫ ই সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে দলীয় কর্মসূচি ‘দাবি দিবস’ পালন করল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন । বুধবার বিকেলে এই উপলক্ষে এসএফআইয়ে ভাতার লোকাল কমিটি ও ডিওয়াইএফআইয়ের ভাতার ১ নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ভাতার বাজারে একটি মিছিলের আয়োজন করা হয় । পরে ভাতার বাজারের নাসিগ্রাম মোড়ে এসে পথসভার অংশ নেন দুই সংগঠনের নেতা ও কর্মীরা ।
উপস্থিত ছিলেন ছিলেন এসএফআইয়ে জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলী সদস্য উসসী রায়চৌধুরী,এসএফআইয়ে ভাতার লোকাল কমিটির সম্পাদক আশিক ইকবাল সঞ্জু,ডিওয়াইএফআইয়ের ভাতার-১ নম্বর অঞ্চল কমিটির সম্পাদক শুভাশীষ মিত্র প্রমুখ ।
এদিন সিপিএমের এই দুই শাখা সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খুলতে হবে ।
সমস্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করতে হবে । এছাড়া শিক্ষার শেষে কাজ ও রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণের দাবিও জানান সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের নেতা ও নেত্রীরা ।।