এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ সেপ্টেম্বর : এক জমি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি । যদিও অভিযোগ পেয়েই অপহৃত ব্যক্তি উদ্ধার করার সাথে অপহরণকারী দলের এক মহিলাকে গ্রেফতার করল মালদার মানিকচক থানার পুলিশ । পুলিশ জানায় ধৃত মহিলার নাম চান্দা মন্ডল চৌধুরী । মঙ্গলবার রাতে রতুয়ার থানা এলাকার পশ্চিম রতনপুরের একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গেছে । পুলিশ ওই বাড়ি থেকেই উদ্ধার করেছে সুশান্ত প্রামানিক নামে অপহৃত ওই ব্যাবসায়ীকে । বুধবার মহিলাকে মালদা জেলা আদালতে তোলে । পুলিশ জানিয়েছে,এই চক্রে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি চলছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অপহৃত ব্যাবসায়ী সুশান্ত প্রামানিকের বাড়ি চাঁচল থানার সদরপুর এলাকায় ।তিনি জমি জায়গা কেনাবেচার ব্যাবসা করেন । গত ১২ সেপ্টেম্বর জমি সংক্রান্ত ব্যাবসার কাজে তিনি মানিকচক থানার মথুরাপুরে গিয়েছিলেন । তারপর থেকেই নিখোঁজ হয়ে যান সুশান্তবাবু । তারপর ওইদিন রাতেই পরিবারের কাছে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হলে অপহরণের ঘটনা প্রকাশ্যে আসে ।
জানা গেছে,পরের দিন অপহৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে মানিকচক থানায় এনিয়ে একটি অভিযোগ দায়ার করা হয় । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ ।গঠন করা হয় পুলিশের বিশেষ দল । শেষে মোবাইল ফোনের সুত্র ধরে অপহরনকারীদের লোকেশন জানতে পারে পুলিশ । মঙ্গলবার রাতে পশ্চিম রতনপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে। সেখান থেকে গ্রেফতার করা হয় অপহরণকারী চান্দা মন্ডল চৌধুরী নামে ওই মহিলাকে । তবে দলের বাকিদের হদিশ পায়নি পুলিশ । উদ্ধার হওয়া ব্যাবসায়ী সুশান্ত প্রামানিক জানান, জমি কেনাবেচা নিয়ে ঝামেলার কারনেই তাঁকে চারজন মিলে অপহরন করে নিয়ে গিয়েছিল । তারপর বাড়িতে তাঁর স্ত্রীকে ফোন করে তারা ১০ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে । পুলিশ জানিয়েছে,অভিযুক্তদের সন্ধান চলছে ।।