এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছে কয়েক ডজন যাত্রী । আহতদের মধ্যে একটি বাসের চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর প্রায় ১২ টা নাগাদ বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কে ভাতার বাসস্ট্যান্ডের অদূরে একটা বাঁকের কাছে । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয় ।
জানা গেছে,দুর্ঘটনাগ্রস্ত বাসদুটির মধ্যে একটি কাটোয়া থেকে বর্ধমানের মুখে যাচ্ছিল । অন্য বাসটি সবে ভাতার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে কাটোয়ার মুখে যাচ্ছিল । কিন্তু বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে রাস্তার ওই বাঁকে আসতেই বাসদুটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,কাটোয়া মুখের বাসটি রাস্তার ডান দিক ঘেঁষে যেতেই সংঘর্ষ হয় । ফলে বাসটির চালকের দিকে অংশ কার্যত দুমড়েমুচড়ে যায় । তালগোল পাকানো যন্ত্রাংশের মধ্যে আটকে গুরুতর আহত হন চালক৷ গ্যাস কাটার এনে দুমড়ে যাওয়া যন্ত্রাংশ কেটে তাকে বের করা হয় । স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা শুভ্রাংশু বুট জানান, উভয় বাস মিলে ২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন ।
প্রথমে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান । পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন পাঠায় । এদিকে কাটোয়াগামী বাসটি বিকল হয়ে সড়কের মাঝে দাঁড়িয়ে যাওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ পরে পুলিশ ক্রেনের সাহায্যে বাসটি সরানোর ব্যবস্থা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।।

