এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : মূর্শিদাবাদের বেলডাঙ্গায় “বাবরি মসজিদ” নির্মানের ঘোষণার পর থেকেই সংবাদের শিরোনামে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । তার ঘোষণা অনুযায়ী, আগামী ৬ ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা । তার আগেই “দলবিরোধী কাজ”-এর অভিযোগে হুমায়ুন কবীরকে বহিষ্কার করল শাসকদল । আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম৷
ফিরহাদ বলেন, ‘আমরা হুমায়ুন কবীরকে দল থেকে সাসপেন্ড করছি। ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করেন, যাঁরা বিভাজনের রাজনীতি করেন, দল তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না।’ অন্যদিকে, ফিরহাদের সাংবাদিক বৈঠককে বিশেষ আমল দেননি হুমায়ুন। পালটা তিনি শুক্রবার দলত্যাগের কথা ঘোষণা করে জানিয়েছে দিয়েছেন যে আগামী ২২ ডিসেম্বর নতুন দল গঠন করবেন ।
প্রসঙ্গত,হুমায়ুন কবীরের “বাবরি মসজিদ” নির্মানের ঘোষণা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি । বরঞ্চ মনে হয়েছে যে হুমায়ুনের এই রনংদেহী মনোভাবে তারা কিছুটা হলেও খুশি । গতকাল বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার গোপালপুর এলাকায় চা-চক্রে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কোবিরকে নিয়ে নরম মনোভাব নিতে দেখা গিয়েছিল । হুমায়ুনের জাতীয় সড়ক অবরোধ করে দেওয়ার হুমকি প্রসঙ্গে তিনি বলেছেন, এসব ধমকি কি সিদ্দিকুল্লা চৌধুরী দেননি ? উনি রাস্তা অবরোধ করেননি ? সেই জন্যই তো মমতা ব্যানার্জি তাকে দুবার মন্ত্রী বানিয়েছেন । ধর্মীয় উন্মাদনা ছড়ানোর জন্য তাকে মাথায় করে রেখেছেন । তাই হুমায়ুনও মায়ের মনে করছে যে মমতা ব্যানার্জিকে টাইট করার একটাই রাস্তা। আর তুমি সেই রাস্তাতেই হাঁটছেন ।’ প্রসঙ্গত দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে যোগদান করেন হুমায়ুন কবির।
এর আগে হরিশ্চন্দ্রপুরের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুর্শিদাবাদে একটাও আসন পাবে না তৃণমূল কংগ্রেস । এখন হুমায়ুন কবিরদ যদি নতুন দল তৈরি করে আগামী বিধানসভার নির্বাচনে লড়েন তাহলে তৃণমূলের ওপর তার প্রভাব কতটা পড়ে সেটাই লক্ষ্যনীয় বিষয় ।।

