এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ ডিসেম্বর : মালদার চাঁচলের হাটে প্রকাশ্যে গোহত্যা করে মাংস বিক্রি বন্ধের দাবিতে আমরণ অনশন শুরু করলেন হিরন্ময় গোস্বামী মহারাজ । তাঁর অনশন শুরুর কথা জানিয়েছেন হিরন্ময় গোস্বামীর একজন শিষ্য । গুরুর ফেসবুক পেজে পোস্ট করা ভিডিও বার্তায় ওই তরুন সন্ন্যাসী জানান,মালদার চাঁচলের শান্তিমোড়ে বুধবার সাপ্তাহিক হাটে প্রকাশ্যে গো হত্যা করা হয় এবং মাংস বিক্রি করা । জায়গাটি হিন্দু ও অধ্যুষিত হওয়া সত্বেও এই ধরনের কাজ অবাধে চলছে । এই ঘটনার প্রতিবাদে গত শুক্রবার স্থানীয় হিন্দুদের নিয়ে হিরন্ময় গোস্বামী মহারাজ স্থানীয় হিন্দুদের নিয়ে একটি মিছিল করেন । পরে অবাধ-গো-হত্যার বিরুদ্ধে চাঁচলে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তিনি।
তার অভিযোগ যে, প্রশাসনের আশ্বাস সত্ত্বেও আজ বুধবার ওই হাটেতে ফের গোহত্যা করে মাংস বিক্রি করা হয় । এ কথা শোনার পর হিরন্ময় গোস্বামী নিজের আশ্রমে অনশন শুরু করেছেন । তিনি জানিয়েচ্ছেন যে গো হত্যা বন্ধ না হলে অনশন চালিয়ে যাবেন ।। হিরন্ময় গোস্বামীর শিষ্যের বক্তব্য শুনুন 👇

