এইদিন ওয়েবডেস্ক,রাজশাহী,০৩ ডিসেম্বর : বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট থেকে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । স্বামীকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে ওই বধূকে ভাড়া করে নিয়ে গিয়ে ৭ জন মিলে রাতভর পাশবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লার কুমারগাড়ি মাঠে । সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অসুস্থ অবস্থায় বধূ ও তার স্বামী থানায় এসে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায় ও নমূনা সংগ্রহ করে। এখনো পর্যন্ত এই ঘটনায় ভাসিলা গ্রামের বেলালের ছেলে জাফরুল (৩০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ । কিন্তু মূল অভিযুক্ত ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন (৩০)সহ বাকি ৬ জন পলাতক । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ভাসিলা মহল্লায় বাড়ি নির্যাতিতার । তিনি স্বামীর সম্মতিতে দেহ ব্যবসায় যুক্ত । গত ৩০ নভেম্বর সুমন প্রথমে স্বামীকে প্রলোভন দেখিয়ে স্ত্রীকে “এক রাতের জন্য” ভাড়া করে । চুক্তি ছিল তিনজনের জন্য । কিন্তু ভাসিলা মহল্লার কুমারগাড়ি মাঠে মহিলাকে নিয়ে যাওয়ার পরে খাবার আনার অছিলায় আরও চারজন সহযোগীকে ডেকে আনে সুমন । সেই সময় মহিলার স্বামীও সেখানে ছিল। এরপর মহিলা ও তার স্বামীর হাত-মুখ বেঁধে সাতজন মিলে পাশবিক অত্যাচার চালায় ওই মহিলার উপর । এমনকি তারা অতিরিক্ত টাকা দিতেও অস্বীকার করে ।
এদিকে মহিলা গুরুতর অসুস্থ হয়ে পড়ে । ওই অবস্থাতেই তাকে ফেলে পালায় ৭ নরপশু । পরের দিন এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম জানিয়েছেন,মহিলার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে । এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে । বাকিদের সন্ধান চলছে ।।

