এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ নভেম্বর : ফের আফগান উদ্বাস্তুদের নির্বিচারে গুলি চালিয়ে মেরে দিল ইরান। আফগানিস্তানের ফারাহের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে রবিবার (২৯ ডিসেম্বর) “৭৮ মাইল” সীমান্ত এলাকায় অবৈধভাবে ইরান সীমান্ত অতিক্রম করার চেষ্টার সময় ৩৫ জন আফগান নাগরিকের একটি দলের উপর নির্বিচারে গুলি চালায় ইরানি সীমান্তরক্ষীরা । যার মধ্যে কমপক্ষে ১২ জনের লাশ উদ্ধার হয়েছে । বাকি লাশ পাওয়া যায়নি । মৃতদেহ ফারাহ প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ফারাহের স্থানীয় তালেবান কর্মকর্তারা এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এর আগেও আফগান নাগরিকদের উপর ইরানি সীমান্তরক্ষীদের গুলি চালানোর বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে। ইরানের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করার পর, আরও বেশি সংখ্যক আফগান নাগরিক চোরাচালান রুট দিয়ে ইরানে প্রবেশের চেষ্টা করছে। সাম্প্রতিক মাসগুলিতে, তালেবান শত শত নাগরিককে গ্রেপ্তারের খবর দিয়েছে যারা অবৈধভাবে ইরানে অনুপ্রবেশের চেষ্টা করছিল।।

