• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশের চট্টগ্রামে মহামারীর আকার নিয়েছে যৌনরোগ এইডস ; তিন বছরে আক্রান্ত ২১৭

Eidin by Eidin
December 1, 2025
in আন্তর্জাতিক
বাংলাদেশের চট্টগ্রামে মহামারীর আকার নিয়েছে যৌনরোগ এইডস ; তিন বছরে আক্রান্ত ২১৭
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০১ ডিসেম্বর : বাংলাদেশের চট্টগ্রামে মহামারীর আকার নিয়েছে যৌনরোগ এইডস । গত কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে  এইডস-এ আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়ে গেছে ।  পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারন করেছে যে বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে এখন জনস্বাস্থ্যের “উচ্চঝুঁকিপূর্ণ সংকট” হিসেবেই বিবেচনা করছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্টি রিক্টোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের সর্বশেষ বিশ্লেষণ বলছে, শুধু গত এক বছরেই এই অঞ্চলে নতুন করে ৭৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। প্রতি মাসে গড়ে ছয়জন করে নতুন রোগী যুক্ত হয়েছে । তিন বছরের হিসাবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৭; মৃত্যু হয়েছে ৫১ জনের।

এই উর্ধ্বমুখী প্রবণতা বিশেষজ্ঞদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে, আক্রান্তের হার বাড়লেও সচেতনতা, প্রতিরোধব্যবস্থা ও সময়মতো চিকিৎসা গ্রহণের প্রবণতা অনুপাতহীনভাবে কম, ফলে অকাল মৃত্যু ঠেকানো যাচ্ছে না। গত তিন বছরের তথ্য বিশ্লেষণেও দেখা গেছে, মৃত্যুর বড় একটি অংশই ঘটেছে চিকিৎসা শুরু করার আগেই, কারণ রোগীরা হাসপাতালে আসেন অত্যন্ত গুরুতর অবস্থায়।

জাতীয় পর্যায়ের তথ্যও উদ্বেগ বাড়াচ্ছে। জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডসের হিসেবে বাংলাদেশে এইডস আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২০০ জন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এইডস–এসটিডি প্রোগ্রাম (এএসপি) বলছে দেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৮৬৫, যাদের একটি উল্লেখযোগ্য অংশই চট্টগ্রামসহ ২৩টি ঝুঁকিপূর্ণ জেলার বাসিন্দা। বাংলাদেশে এযাবৎ ৯২৪ জন রোগী মারা গেছে; আক্রান্তদের মধ্যে শিশু রয়েছে ৩০০-এর বেশি।

বিদেশ থেকে এইডস ভাইরাস এনে ছড়াচ্ছে বাংলাদেশিরা 

চট্টগ্রাম অঞ্চলের চিত্র আরও ভয়াবহ। এখানে শনাক্ত হওয়া রোগীদের বড় অংশই বিদেশ ফেরত শ্রমিক । পরে সক্রমিত হয় তাদের পরিবার। চিকিৎসকদের মতে, বিদেশে অবস্থানকালে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ যৌনসম্পর্কে জড়ায়, অথচ এ বিষয়ে তাদের জ্ঞান খুবই সীমিত। দেশে ফিরে আসার পরেও প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা বা সচেতনতা না থাকায় স্ত্রী–সন্তান কিংবা ঘনিষ্ঠ স্বজনদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ছে। নতুন আক্রান্তদের মধ্যে শিশু থাকার এটিই প্রধান কারণ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ডাঃ জুনায়েদ মাহমুদ খান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমরা গত এক বছরে যে সব রোগীকে হারিয়েছি, তাদের অধিকাংশই হাসপাতালে এসেছেন রোগের একেবারে শেষ ধাপে। আগে এলে তাদের অনেককে বাঁচানো যেত। মানুষ এখনো জানে না, চিকিৎসা শুরু করলে এইচআইভি–এইডস নিয়ন্ত্রণে থাকে এবং রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’তার মতে, চট্টগ্রামের আক্রান্তদের একটি বড় অংশই প্রবাসী বা প্রবাসী পরিবারের সদস্য হওয়ায় এই অঞ্চলে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম জরুরি। প্রবাসে অবস্থানকালে ঝুঁকিপূর্ণ আচরণ, দেশে ফিরে পরীক্ষা না করা এবং পরিবারকে অনিচ্ছাসত্ত্বেও ঝুঁকির মুখে ফেলে দেওয়াই এখন মৃত্যুহারের বড় কারণ।

চট্টগ্রাম কেন্দ্রীয় চর্ম ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কনসালট্যান্ট (ভারপ্রাপ্ত) ডাঃ মোহাম্মদ লুৎফুর রহমান রাহাতও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করিয়ে দেন, অভিবাসী শ্রমিকদের মধ্যেই সংক্রমণের হার সবচেয়ে বেশি বাড়ছে। অনেকেই নিজেদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বা উপসর্গ থাকা সত্ত্বেও পরীক্ষা করান না। ফলে ভাইরাস শরীরে থাকলেও তারা তা জানেন না; এভাবেই অজান্তেই পরিবারে নতুন রোগী তৈরি হচ্ছে। অথচ সময়মতো শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং রোগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারেন।

চলতি বছর নতুন শনাক্ত ৭৫ জনের মধ্যে অধিকাংশই চট্টগ্রাম জেলার বাসিন্দা। ফেনী, কক্সবাজার, রাঙামাটি ও অন্যান্য জেলার বসবাসকারীরাও রয়েছে সেসব তালিকায়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই প্রবণতা যদি এখনই নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে চট্টগ্রাম বিভাগ খুব স্বল্প সময়ের মধ্যেই দেশের সবচেয়ে বড় এইচআইভি–সংক্রমণকেন্দ্রে পরিণত হতে পারে।

সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে সচেতনতা, স্ক্রিনিং ও চিকিৎসা সেবার প্রসার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, প্রতিটি প্রবাসী শ্রমিকের বিদেশযাত্রার আগে এবং দেশে ফিরে বাধ্যতামূলক স্বাস্থ্যপরীক্ষা চালু করা সময়ের দাবি। একই সঙ্গে সমাজে এইডসকে ঘিরে থাকা কুসংস্কার দূর করা জরুরি, কারণ ভয় বা সামাজিক লজ্জা রোগীদের চিকিৎসার বাইরে ঠেলে দিচ্ছে।

চট্টগ্রাম অঞ্চলের স্বাস্থ্যসেবাকর্মীরা মনে করেন, সময়মতো শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও সমাজের সহযোগিতা থাকলে এইডস মৃত্যুর কারণ নয়, এটি নিয়ন্ত্রণযোগ্য একটি দীর্ঘমেয়াদি রোগ। কিন্তু এজন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ, কার্যকর সচেতনতা, এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।।

Previous Post

“বিবেক নিয়ে এসআইআর-এর কাজ করার” জন্য ডিএম’দের ধমকাচ্ছেন “ম” ম্যাডাম : শুভেন্দু অধিকারী 

Next Post

মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী 

Next Post
মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী 

মৃত্যু সজ্জায় থাকা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন নরেন্দ্র মোদী 

No Result
View All Result

Recent Posts

  • চাঁচলের সুতিগ্রামের একটি বুথের ২৭৮ জনের কাছে এল রি- ভেরিফিকেশনের নোটিশ, বিজেপি বলছে অনুপ্রবেশকারীদের ঠাঁই নাই
  • দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনাকে “শ্রমিক হত্যা” বলে চালিয়ে দিতে চাইছে সিপিএম ; এদিকে বাংলাদেশি জিহাদি বলছে : “হত্যার ভিডিও দেখে আনন্দিত হয়েছি এবং রসুলের নিন্দার শাস্তি এমনই হওয়া উচিত” 
  • ডোনাল্ড ট্রাম্প-বিল ক্লিনটন থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের লাম্পট্যের কাহিনী ফাঁস করে দিল ‘এপস্টাইন ফাইল’
  • হুমায়ুন কবিরকে টেক্কা দিতে চিরাগ পাসওয়ানের দলের প্রথম রাজ্য সভাপতি নির্বাচন করা হল মুর্শিদাবাদের রফিক আলী শেখকে 
  • কিশোরী অবস্থায় জোর করে মামাতো ভাইকে নিকাহ করতে বাধ্য করা হয়েছে, বাড়িতে বারবার ধর্ষণ : ‘ডন’ হাজি মাস্তানের মেয়ে তার যন্ত্রণার বর্ণনা করে মোদী সরকারের কাছে ন্যায়বিচারের আবেদন জানালেন  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.