এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,০১ ডিসেম্বর : পাচারের আগেই নদীয়ায় ৩ লক্ষাধিক টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করল বিএসএফ । আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ নদীয়ার ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা একটি প্যাকেটের মধ্যে ৩,০৮,০০০ টাকা জাল ভারতীয় নোট উদ্ধার করে । জানা গেছে, দুই বাংলাদেশি ইছামতি নদীর কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল । নজরে পড়তেই বিএসএফের জওয়ানরা তৎক্ষণাৎ অভিযান চালায়। তখন বাংলাদেশি দুষ্কৃতীরা পালিয়ে যায় । ভারতের দিকে লুকিয়ে থাকা তাদের সহযোগীরাও পালাতে সক্ষম হয় । কিন্তু তারা একটি প্যাকেট ফেলে পালায় ।
জানা গেছে,বিএসএফের জওয়ানরা ওই প্যাকেট খুলে দেখে যে তাতে ৬১৬টি জাল ৫০০ টাকার নোটের একাধিক বান্ডিল রয়েছে । প্রাথমিক তদন্তে সব নোটই সম্পূর্ণ জাল বলে নিশ্চিত হয়েছে বিএসএফ । উদ্ধার করা নোট পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।।

