এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ডিসেম্বর : রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য ভাড়া করা সংস্থা “আই প্যাক”-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি অভিযোগ করেছেন,’বিডিও-দের একাংশে সাহায্যে বিএলও-দের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আই প্যাকের লোকেরা মৃত,শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে’ । রাজ্যের ১৭,১১১ টি বুথে ২৬ থেকে ২৮ নভেম্বরের মধ্যে এমন ১ কোটি ২৫ লক্ষ নাম আই প্যাক রাতারাতি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করিয়েছে বলে অভিযোগ তার ।
আজ সোমবার নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে এই অভিযোগ জানিয়ে আসেন শুভেন্দু অধিকারী । তিনি বলেন,’বিডিও-দের একাংশে সাহায্যে বিএলও-দের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আই প্যাকের লোকেরা মৃত,শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে । মূলত ২৬, ২৭ ও ২৮ নভেম্বর ১৭,১১১ টি বুথের মোট এমন অন্তত ১ কোটি ২৫ লক্ষ নাম রাতারাতি এন্ট্রি করা হয়েছে ।’
তিনি বলেন,’তার সিরিয়াল নম্বর ও ডাটা স্পেশাল অবজার্ভার ও সিও-কে দিয়ে এসেছি । তারা আমাদের আশ্বস্ত করে বলেছেন,ফিজিক্যাল ভেরিফিকেশন, টেকনোলজি প্রয়োগ করে যতটা সম্ভব তারা চিহ্নিত করার চেষ্টা করবেন ।’ এই সমগ্র কারচুপিতে এইআরও, ইআরও ও আইপ্যাক যুক্ত আছে বলে দাবি করেছেন তিনি ।
আজ এনিয়ে শুভেন্দুর নেতৃত্বে এদিন সিইও দফতরে ডেপুটেশন দেন বিজেপি বিধায়করা। তার আগে সিইও দফতরের বাইরে তৃণমূলপন্থী বিএলও-রা জড়ো হয়ে শুভেন্দু অধিকারীদের “গো ব্যাক” শ্লোগান দেয় । পালটা শ্লোগান দেন বিজেপি বিধায়করাও ।।

