এইদিন ওয়েবডেস্ক,পটুয়াখালী,০১ ডিসেম্বর : ফের লাভ জিহাদের শিকার হল বাংলাদেশের এক হিন্দু মহিলা৷ এবারে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বাপের বাড়ি থেকে বের হয়ে ভিন ধর্মের এক প্রৌঢ়ের (৫০) সঙ্গে পালিয়ে গেলেন পটুয়াখালীর শম্পা সিকদার নামে ওই বধূ ৷ শম্পার প্রেমিক বিবাহিত এবং বাড়িতে স্ত্রী ও দুটি সন্তান রয়েছে । যদিও ওই প্রৌঢ় তার স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে বলে জানা গেছে৷
জানা গেছে, পটুয়াখালীর মির্জাগঞ্জে বাপের বাড়ি শম্পা সিকদারের । বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী তালতলী এলাকায় । স্বামী কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকেন । তাদের বছর চারেকের একটি মেয়ে রয়েছে । শম্পাও ভোলা জেলায় চাকরি করেন । সেখানেই ওই মুসলিম প্রৌঢ়ের সঙ্গে পরিচয় ও ক্রমে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে শম্পার । দিন চারেক আগে তিনি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে বের হন । সঙ্গে ছিল শিশুকন্যা । তারপর তিনি নিখোঁজ হয়ে যান ।
এদিকে পরিবারের লোকজন জানতে পারে যে শম্পা খালি হাতে পালায়নি । বরঞ্চ সমস্ত সোনাদানা ও স্বামীর পাঠানো যাবতীয় টাকাপয়সাও বগলদাবা করেছে । আর এতেই সন্দেহ হয় শ্বশুরবাড়ির । যদিও তারা এনিয়ে পটুয়াখালী সদর থানায় একটি নিখোঁজ ডাইরিও করে করেন । তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে গত ২৭-১১-২৫ তারিখে মির্জাগঞ্জ থানা থেকে শ্বশুর বাড়ি বরগুনা জেলার তালতলী থানা এলাকায় যাওয়ার পথে পটুয়াখালী শহরে গিয়ে মোবাইল মেরামতি করে বাসে ওঠেন শম্পা । বাসে উঠে স্বামীকে ফোন করে বলেন “আসতেছি” । কিন্তু এর এক ঘন্টা পর তাঁর ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এভাবেই নিজের স্বামীকে ফাঁকি দিয়ে অন্য বিবাহিত পুরুষের সাথে পালিয়ে গেছে শম্পা সিকদার। এখন জানতে পারা যাচ্ছে যে শুধু নিজে নয়, পাশাপাশি শিশুকন্যার ধর্ম ও নাম বদল করেছেন ওই হিন্দু মহিলা ।।

