এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩০ নভেম্বর : প্রেম বিবাহ করার কয়েক বছর থেকে শুরু হয় দাম্পত্য কলহ । তার জেরে স্বামীর বুকে ছুরি আমূল বসিয়ে দিয়ে খুন করল স্ত্রী । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার বামনগোলা থানার দক্ষিণ সালালপুর এলাকায় ৷ পুলিশ জানিয়েছে,মৃতের নাম বিশ্বজিৎ সরকার(৩১) । তিনি গাজলের টোলপ্লাজার কর্মী ছিলেন । পুলিশ ঘাতক স্ত্রী পম্পা রায় সরকারকে গ্রেপ্তার করেছে ৷
জানা গেছে,বিশ্বজিৎ ও পম্পার মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল । বছর ছয়েক আগে তারা বিয়ে করেন । তাদের চার বছরের এক কন্যা সন্তান রয়েছে । সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল । মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হত । স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ টোলপ্লাজা থেকে বাড়ি ফেরেন । কিন্তু স্ত্রী পম্পা তাকে ঘরে ঢুকতে দেয়নি । জোরে করে ঘরে ঢুকতে গেলে পম্পা তার হাতে থাকা একটি ছুরি স্বামী বিশ্বজিতের বুকের ঠিক নিচেই আমূল বসিয়ে দেয় । রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে আর্ত চিৎকার করেন বিশ্বজিৎ৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয় । খবর পেয়ে ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করে বামনগোলা থানার পুলিশ ।।

