এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৯ নভেম্বর : নদীয়ায় বিএসএফের গুলিতে খতম হয়েছে এক বাংলাদেশি মাদক পাচারকারী । আজ শনিবার বিকেল ৫টার দিকে নদীয়ার গেদে সীমান্তে এই ঘটনা ঘটে । বাংলাদেশি মাদক পাচারের একটি দলের সঙ্গে ছিল শহিদুল ইসলাম শহিদ ওই দুষ্কৃতী । বিএসএফ দলটির পিছু ধাওয়া করলে বাকিরা পালিয়ে যায়৷ কিন্তু ওই দুষ্কৃতী ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ-এর উপর হামলা চালায় । তখন বিএসএফ-এর পালটা গুলিতে নিকেশ হয় ওই দুষ্কৃতী ৷ জানা গেছে,মৃত শহিদুল গয়েশপুর গ্রামের নস্কর মালিতার ছেলে। মাদক পাচারের সঙ্গে তার যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুরের ৫৮ বিজিবি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম ।
জানা গেছে, আজ দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে ১০–১২ জন বাংলাদেশি মাদক পাচারকারী অবৈধভাবে ভারতের সীমান্তে ঢুকে পড়ে । নদীয়ায় মাদক সংগ্রহের পর দলটি বিকেলে বাংলাদেশ ফিরছিল । সেই সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে । বাকিরা পালিয়ে গেলেও শহিদুল ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের ওপর হামলা করে। তখন বিএসএফ গুলি করলে শহিদুল গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল।।

