শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৯ নভেম্বর : শুক্রবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজারে৷ দুটি সোনারূপোর দোকান,বৈদ্যুতিক সামগ্রীর একটি গোডাউনসহ অন্তত ৬ টি দোকানের সর্বস্ব লুটপাট চালিয়েছে দুষ্কৃতীদল৷রেহাই দেয়নি সিপিএমের পার্টি অফিসও । সব মিলিয়ে কয়েক লাখ টাকা মূল্যের সামগ্রী খোওয়া গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা । আজ শনিবার সকালে চুরির ঘটনার বিষয়টি নজরে পড়লে তোলপাড় পড়ে যায় এলাকায় । খবর পেয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ বাহিনী । আসেন কালনার এসডিপিও । পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদলটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।
কুসুমগ্রাম বাজারে নবদ্বীপ রোডের দুপাশে রয়েছে গায়ে গায়ে বেশ কিছু দোকানপাট৷ আজ সকালে দোকান খুলতে এসে ব্যবয়ায়ীরা দেখেন একের পর এক দোকানের শাটারের তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখেন সমস্ত দামি দামি সামগ্রী উধাও হয়ে গেছে । কুসুম গ্রাম বাজারেই রয়েছে সিপিএমের কার্যালয় । সেখানেও হানা দেয় দুষ্কৃতীদল। সিপিআইএম পার্টি অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকা ও একটির রুপোর আংটি বগলদাবা করেছে দুষ্কৃতীরা । ব্যবসায়ী সংগঠন ছাড়াও সিপিএমের পক্ষ থেকেও এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।।

