এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ : রাজ্যে ফের এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তোলা হচ্ছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর ) প্রক্রিয়াকে । এবারে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভুমশোর গ্রামে শুক্রবার রাতে মুস্তরা খাতুন কাজি(৪০) নামে এক মহিলা অগ্নিদগ্ধ মারা যাওয়ার পর মৃতার পরিবার দাবি করছে এসআইআর আতঙ্কে আত্মহত্যা বলে । যদিও এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ এখনো নিশ্চিত নয় যে এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা । কিন্তু ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী এসআইআর আতঙ্কে আত্মহত্যা দাবি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন । এমনকি আজ এদিন দুপুরে তৃণমূলের লোকজন ভাতারের বিডিও অফিসের সামনে জড়ো হয়ে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বিক্ষোভও দেখায় ।
জানা গেছে,ভুমশোর গ্রামের মসজিদপাড়ার বাসিন্দা মুস্তরা খাতুন কাজির বাবা আজিজুল হক কাজি এবং মা কাসেরা বিবি প্রায় দুই দশক আগে বছর খানেক আগে পরে মারা । দিদি ও ছোট বোনের বিয়ে হয়ে গিয়েছে । পেশায় পরিযায়ী শ্রমিক দাদা সিরাজুল হক কাজিও বিবাহিত । স্ত্রী ও এক মেয়েকে নিয়ে তার সংসার । কিন্তু মুস্তরা অবিবাহিতা ছিলেন ।দাদার সংসারে থাকতেন তিনি ।
জানা গেছে,২০০২ সালের ভোটার তালিকায় মুস্তরা খাতুন কাজির নাম ছিল৷ শুক্রবারেই তিনি এস আই আর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন। কিন্তু পরিবারের দাবি যে ভোটার তালিকায় নাম উঠবে কিনা এনিয়ে দুশ্চিন্তায় ছিলেন মুস্তরা । এরপর শুক্রবার রাতে বাড়িতেই অগ্নিদগ্ধ হন ওই মহিলা । উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ওই মহিলার মৃত্যুকে ইস্যু করে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে রাজ্যের শাসকদলের স্থানীয় নেতারা । এমনকি রবিবার ভুমশোর গ্রামে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন স্থানীয় বিধায়ক । বিজেপির কথায়, ভোটব্যাংকের জন্য নাটকবাজি করছে তৃণমূল ।।

