এইদিন আন্তর্জাতিক,২৯ নভেম্বর : ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর সম্মানে আয়োজিত এক গণসমাবেশের সময় স্পেনের রাজধানী মাদ্রিদের একটি গির্জার বাইরে “টপলেস” হয়ে প্রতিবাদ করছিল কয়েকজন তরুনী । সেই সময় ফ্রাঙ্কোইস্ট পতাকা হাতে ৭০ বছরের বৃদ্ধ এফ. জি. মারলারলাস্কার একের পর এক তরুনীর স্তন টিপে দেয় । সমগ্র ঘটনাটি পুলিশের সামনেই ঘটে । কিন্তু পুলিশ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ । এদিকে ঘটনার এক সপ্তাহের অধিক সময় অতিবাহিত হয়ে গেলেও শুক্রবার পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা ।
ঘটনার মুহুর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ভিডিওগুলিতে ফরাসি বর্ণনা এবং সাবটাইটেল রয়েছে। তার অনুবাদের সারাংশ হল – “২০ নভেম্বর মাদ্রিদে ফ্রাঙ্কোর সম্মানে এক গণসমাবেশের প্রতিবাদে অংশ নেওয়া দুই নারী কর্মী বিক্ষোভ করেন। তাদের আক্রমণকারী, ফ্রাঙ্কোইস্ট পতাকা হাতে, প্রায় ১০ বার তাদের বুকে হাত দেয়। সমতা মন্ত্রী এই হামলার নিন্দা করেছেন। এল সালতো মিডিয়া অনুসারে,ওই বৃদ্ধ তাদের ধাক্কা দিয়ে ‘বেশ্যা’ বলে সম্বোধন করে ।” তরুনী চিৎকার করে বলে,”দূরে সরে যাও!” “আমাকে স্পর্শ করো না! আমাদের স্পর্শ করো না, যথেষ্ট হয়েছে !”
স্প্যানিশ কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়েছে এবং তদন্ত করছে। স্পেনের ২০২২ সালের আইন (২০২৩ সালে সংশোধিত) অনুসারে, যেকোনো অসম্মতিপূর্ণ যৌন কার্যকলাপকে যৌন নির্যাতন হিসাবে চিহ্নিত করা হয় । অপরাধের মাত্রার উপর নির্ভর করে শাস্তির পরিমান । অপরাধ প্রমানিত হলে সর্বনিম্ব ১ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে । কিন্তু এক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তায় প্রশ্ন উঠছে । তবে শুক্রবার অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে কোনো কোনো স্পানিশ মিডিয়া জানিয়েছে ।।

