প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ নভেম্বর : “সেক্সটরশন” হলো এক ধরনের চাঁদাবাজি, যেখানে কোনো প্রতারণা চক্র একজনের আপত্তিকর ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে অর্থ বা অন্য সুবিধা আদায়ের চেষ্টা করে । সমগ্র ভারত এই সমস্যায় জর্জরিত । বিশেষ করে রাজস্থানের “সেক্সটরশন” গ্যাংগুলি দেশজুড়ে ত্রাসের সৃষ্টি করে রেখেছে৷ অজানা নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপে ভিডিও কল রিসিভ করলেই মানসম্মান নিয়ে কার্যত টানাটানি হয়ে যেতে পারে । আর রাজস্থানের এমনই একটি “সেক্সটরশন”-এর ফাঁদে পড়তে পড়তে বেঁচে গেলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস । তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি অজানা নম্বর থেকে একটি ভিডিও কল এসেছিল । আর তিনি রিসিভ করতেই স্মার্টফোনের স্ক্রীনে ভেসে ওঠে সম্পূর্ণ নগ্ন এক তরুনীর ভিডিও । কিন্তু মহিলা কিছু একটা প্রস্তাব দেওয়ার আগেই বিধায়ক কল কেটে দেন । তড়িঘরি বর্ধমান সাইবার থানার সঙ্গে যোগাযোগ করে একটি অভিযোগ নথিভুক্ত করেন । বিষয়টি এখন পুলিশ তদন্ত করে দেখছে । এদিকে বিধানসভার ভোটের ঠিক মুখেই এই প্রকার প্রতারণা চক্রের ফাঁদ থেকে জোর বেঁচে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন তৃণমূল বিধায়ক খোকন দাস ।
খোকন দাসের কথায় ঘটনাটি দিন কয়েক আগে ঘটেছিল । সেদিন পার্টির কাজে খুব ব্যস্ত ছিলেন তিনি । ফোনে জানা অজানা নম্বর থেকে নাগাড়ে কল আসছে । আর ঠিক তখনই একটা অজানা নম্বর থেকে ভিডিও কল আসে খোকন দাসের স্মার্টফোনে৷ তিনি বলেন,’প্রতিদিন অসংখ্য মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে আমাকে ফোন করেন । ভেবেছিলাম যে কেউ হয়তো প্রয়োজনে ফোন করেছেন । তাই কলটা রিসিভ করি । আর তখনই ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে এক মহিলার নগ্ন ভিডিও । যদিও কল সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করে দিই ।’
জানা গেছে,বিধানসভার ভোটের ঠিক মুখেই এই ঘটনা ঘটায় রাজনৈতিক ষড়যন্ত্র মনে করে দ্রুত সাইবার থানায় ছোটেন খোকন দাস । সেখানে একটা লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেতেই নম্বরের সূত্র ধরে ঘটনার তদন্তে নামে সাইবার থানার পুলিশ ।
পুলিশ সূত্রে খবর,প্রাথমিকভাবে পুলিশ নম্বরটির অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়েছে । পুলিশ জানতে পেরেছে রাজস্থানের ভরতপুর থেকে তৃণমূল বিধায়ক খোকন দাসকে কল করা হয়েছিল । পুলিশ রাজস্থান পুলিশের সহায়তায় ওই চক্রটির হদিশ করতে পেরেছে বলে জানা গেছে । বর্তমানে চক্রটিকে পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
প্রসঙ্গত, রাজস্থানের বিভিন্ন “সেক্সটরশন” গ্যাং দীর্ঘ দিন ধরে বিভিন্ন রাজ্যে কার্যত ত্রাসের সৃষ্টি করে রেখেছে । ইতিমধ্যে বহু মানুষ তাদের প্রতারণার ফাঁদে পড়ে লক্ষ লক্ষ টাকা হারিয়েছেন । সম্প্রতি বর্ধমান রেঞ্জের এক ডিআইজির ছবি ব্যবহার করে নকল সোশ্যাল অ্যাকাউন্ট খোলার অভিযোগে রাজস্থান থেকে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই ব্যাক্তি সেক্সটরশন চক্রের অংশ নয় বলে জানা গিয়েছে । যদিও বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র নয়,বরঞ্চ নিছক প্রতারণার ফাঁদ বলে মনে করছে পুলিশ ।।

