এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ নভেম্বর : মালদা জেলার কালিয়াচকে নদীর চড়ের দখল নিয়ে ডাকা সালিসি সভায় কুপিয়ে খুনের ঘটনায় ৪ মহিলাসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ । আজ শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয় । জানা গেছে, মালদার কালিয়াচকের রাজনগর মডেল এলাকায় নদীর চরে জেগে ওঠা জমির দখল নিয়ে বিবাদের সূত্রপাত । শীতকালে জল কমে গেলে উর্বর চরে শাকশব্জি চাষ করে স্থানীয় বাসিন্দারা । সেই জমির দখল নিয়ে তৃণমূলের স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদ মেটাতে বৃহস্পতিবার গ্রামে সালিশি সভা ডাকা হয়।
জানা গেছে,সালিসি চলার সময় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । ক্রমে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ । সেই সময় তৃণমূলের বুথ সভাপতি সামশুল শেখের নেতৃত্বে তার দলবল হাঁসুয়া ও লাঠিসোঁটা নিয়ে অপর পক্ষের লোকজনের উপর হামলা চালায় বলে অভিযোগ । বেশ কয়েকজনকে হাসুয়া দিয়ে কোপানো হয় । ঘটনাস্থলেই একরামুল সেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় বাদশা সেখ নামে আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । এখনো দু’পক্ষের ৫ জন আহত হাসপাতালে চিকিৎসাধীন ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিয়াচক থানার পুলিশ । রাতেই শুরু হয় ধরপাকড় অভিযান । ভোর পর্যন্ত ৪ জন মহিলাসহ উভয় পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত পুরুষ ৯ জনের মধ্যে দুজন বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে । মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা থমথমে হয়ে আছে ।।

