এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৭ নভেম্বর : মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবির “বাবরি মসজিদ” নির্মাণের ঘোষণা করেছেন । কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে যে প্রায় ৬ বিঘা জমিতে এই মসজিদ নির্মাণ নিয়ে জল্পনা চলছিল তাতে জল ঢেলে দিয়েছে জায়গার মালিকপক্ষ । মালিকপক্ষ জানিয়েছেন যে এই বিষয়ে বিধায়কের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো কথাই বলা হয়নি । বুধবার জায়গাটির একটা বড় অংশ করগেট দিয়ে ঘিরে ফেলা হয় । যদিও আগামী ৬ ডিসেম্বর লক্ষাধিক মুসলিম জনতার উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবিতে অনড় তৃণমূল বিধায়ক ।
বহুল চর্তিত জায়গাটির অন্যতম শরিক তাজিমুদ্দিন চৌধুরী বলেন,”মসজির যদি করার এতই ইচ্ছা তাহলে হুমায়ুন কবির নিজের বাবার নামে করুক । বাবরি নাম দিয়ে বিতর্কের সৃষ্টি করছে কেন । আসলে হুমায়ুন কবির নিজের রাজনৈতিক স্বার্থে ঘৃণ্য সাম্প্রতিক রাজনীতি করছেন । মুসলমানদের ব্যবহার করছেন ।” তিনি বলেন,”কখনো বলছে আমরা ৭০ আর ওরা ৩০ । কখনো বলছেন বাবরি মসজিদ করবেন । এদিকে মুর্শিদাবাদের বহু যুবক ভিন রাজ্যে হকারি করেন৷ তারা হুমায়ুন কবিরের এই সমস্ত কথাবার্তার প্রতিক্রিয়ার ভয়ে আর যেতে পারছেন না৷”
তাজিমুদ্দিনের কথায়,”আজ পর্যন্ত এলাকায় একটা মসজিদে এক টাকা সহায়তা দেননি হুমায়ুন কবির । যদি কোনো ইন্ডাস্ট্রি করত তাহলে কথা ছিল। মসজিদ করে পেটের ভাত হবে ?” পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানান যে তাদের জায়গা কেনা নিয়ে হুমায়ুন কবির তাদের সঙ্গে কোনো আলোচনাই করেননি । এবারেও জমির একাংশ তারা চাষ করছেন এবং বাকি ফাঁকা অংশ তারা করগেট দিয়ে ঘিরে দিতে বাধ্য হচ্ছেন।
এদিকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের দাবি করেছেন যে জায়গা নিশ্চিত হয়ে গেছে । মুসলিমদের চাঁদার অর্থে “বাবরি মসজিদ” নির্মান হবে । কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আগামী ৬ ডিসেম্বর শনিবার । ওইদিন সকলকে আসার আবেদন জানিয়ে তিনি বলেন, “ওইদিন দুধ কা দুধ ও পানি কা পানি হয়ে যাবে” ।।

