এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৬ নভেম্বর : ফের খুনের ঘটনা ঘটেছে মালদা জেলায় । এবারে বাড়ি ফেরার পথে এক পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন করল ছিনতাইকারীরা । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচেরকান্দি এলাকায়। পুলিশ জানিয়েছে,মৃতের নাম আজহার আলি (৬০)। তার বাড়ি কালিয়াচকের জালালপুর অঞ্চলের ফতেখানি কামাত গ্রামে ।
জানা গেছে,বিভিন্ন মেলা ও স্থানে সাইকেলে ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করতেন আজহার আলি । মঙ্গলবারও যথারীতি সাইকেলে চড়ে পাঁপড় বিক্রি করতে গিয়েছিলেন । রাতে বাড়ি ফিরছিলেন তিনি । কিন্তু তিনি যদুপুর পেট্রল পাম্প পেরিয়ে জালালপুরের নিচের কাদি সংলগ্ন ১২নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আসতেই ছিনতাইবাজদের কবলে পড়েন । দুষ্কৃতীরা টাকাপয়সা কেড়ে নিতে এলে বাধা দেন আজহার আলি । বাধা পেয়ে এক দুষ্কৃতী পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালায় । বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় । পরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে বৃদ্ধকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এদিকে একের পর এক খুনের ঘটনা ঘটায় চরম আতঙ্কের মধ্যে আছে মালদ জেলাবাসী ।।

