এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ নভেম্বর : গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা আবছা করা ছবি ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেছিল সিপিএমের ক্যাডার ও তৃণমূলের “ডিজিটাল যোদ্ধা”রা । আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি(এআই) ব্যবহার করে তৈরি ওই ছবিটি ছিল রাজ্য বিজেপির তিন নেতানেত্রীর । তারা প্রত্যেকেই বাংলার পরিচিত মুখ । একটা বাংলা নামি নিউজ চ্যানেলের লোগো তাতে ব্যবহার করা হয়েছিল । বিজেপির মধ্য থেকেই ওই ছবি পোস্টকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠছিল । অবশেষে ওই এআই ছবি পোস্টকারীদের চিহ্নিত করে রাজ্য পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির যুবমোর্চার সহ- সভাপতি তরুনজ্যোতি তিওয়ারি । উল্লেখ্য যে ওই এআই ছবিটি তরুনজ্যোতি ও রাজ্য বিজেপির দুই নেত্রীকে নিয়েই তৈরি করা হয়েছিল ।
তরুনজ্যোতি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,”জাতীয় মহিলা কমিশন, SC কমিশন , Cyber PS সকল জায়গায় অভিযোগ করলেন সন্দেশখালীর যোদ্ধা রেখা পাত্র। যে কটা প্রোফাইল থেকে পোস্ট হয়েছে এবং যে কটার Link পাওয়া গেছে সবকটাকেই দেওয়া হয়েছে। একজনের ঠিকুজি কুষ্ঠি বের করা হয়েছে। বাকি গুলোর ও হবে।”
শ্রীকৃষ্ণ পাল নামে এক তৃণমূল ক্যাডারকে ফোন করে তরুনজ্যোতি তাকে এআই ছবি পোস্ট করার কারন জিজ্ঞেস করে সতর্ক করে দিয়ে বলেন, “তোর কোন বাপ তোকে বাঁচায় দেখবো”৷ ফোন কলের অডিও রেকর্ডিং শেয়ার করে তিনি লিখেছেন,”মহান ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। বরাহনগর এর। বাকিগুলো কেও খুঁজে বের করব। চিন্তা করবেন না ব্যবস্থা আইনি পথেই হবে। অভিযোগ করা হয়েছে ইতিমধ্যে। আমার নামে মিথ্যা খবর ছড়িয়েছে তার থেকেও খারাপ কাজ করেছে দুজন দিদিকে জড়িয়েছে। তার মধ্যে একজন SC কমিউনিটির। ফোন নাম্বার এবং লোকেশন মোটামুটি পাওয়া গেছে আপনারা যদি ঠিকানা জানেন তাহলে জানাবেন।”
তিনি আরও লিখেছেন,”তৃণমূলের আরেক যোদ্ধা সুমনা কুন্ডু ( https:// www.facebook.com/share/17W6fXeV79/) । তিনিও পোস্ট করেছিলেন কিন্তু ডিলিট করেছে দেখলাম। অভিযোগ উনার নামেও হয়েছে। একজন মহিলা হয়ে দুজন মহিলার নামে এইরকম নোংরামি এরা কি করে করতে পারে?”
হাসান জেড রামপুরহাট নামে একটি ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে লিখেছে,”ফাঁকা ফ্ল্যাটে সাভারকার ব্যানার্জী ।” তরুনজ্যোতি তিওয়ারি জবাব দিয়েছেন,”এই মহান বামপন্থী বিপ্লবী রামপুরহাটের কোথায় থাকে? https://www. facebook.com/share/p/17Schwq64P/ । ঠিকানা এবং ফোন নাম্বার চাই। একে লেনিন আমি ব্যক্তিগতভাবে বোঝাবো জেলের ভিতর রেখে। নোংরামি করা বের করে দেব।”
তরুনজ্যোতি অন্য একটা পোস্টে লিখেছেন, নোংরামীর একটা সীমা থাকা উচিত। গতকাল একটা debate এ দেখা হয়েছিল সন্দেশখালীর রেখা দি এবং কেয়া দির সাথে। সেখানে আমরা একসাথে একটা ফটো তুলি। সেই ফটোটাকে AI ব্যবহার করে পাল্টে দিয়ে এবং একই সাথে ABP Ananda র TEMPLATE ব্যবহার করে নোংরামি করা হচ্ছে। এই লোকটার নামে Cyber PS এ অভিযোগ করলাম। আপনাদের সকলকে অনুরোধ করছি এই লোকটার খোঁজ দেওয়ার জন্য। কোথায় থাকে এবং কি করে জানাটা প্রচন্ড দরকার আমার। আইনি পথে যোগ্য শিক্ষা দেবো এটাকে।’
এদিকে আজ ওই বিতর্কিত ছবিটিতে লোগো ব্যবহার করায় বাংলা চ্যানেলটি তীব্র প্রতিবাদ জানিয়েছে । আজ সকালে চ্যানেলের অনলাইন এডিশনে প্রকাশিত প্রতিবেদন লেখা হয়েছে, “আমাদের লোগো ব্যবহার করে পোস্টটি করা হয়েছে। রাজ্য রাজনীতির তিন নামি মুখের ব্লারড একটি ছবি ব্যবহার করে কুৎসিত মনোভাবাপন্ন ওই পোস্টটি করা হয়েছে। যা একেবারে Fake।” সেই সাথে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে বলা হয়েছে,”সামনে বিধানসভা ভোট । এছাড়াও নানাবিধ রাজনৈতিক, অরাজনৈতিক কর্মকাণ্ডে মুখর রয়েছে বাংলা। এমতাবস্থায় দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন।”

