এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৩ নভেম্বর : উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির “ত্রাস” তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন জেলে । তার বিরুদ্ধে নারী নির্যাতন থেকে শুরু করে অন্যের জমিজায়গা জোর করে জবরদখল, খুন,দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে৷ কিন্তু শাহজাহান জেলে থাকলেও সন্দেশখালিতে “সন্ত্রাস” এখনো বন্ধ নেই । বিএলও-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামিরুল ইসলাম মোল্লা নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘শাহজাহানদের বীজ অঙ্কুরে বিনষ্ট করতে হলে এরাজ্যে বিজেপিকে দরকার৷’
আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার ডাকে ভগবানপুরের গঙ্গাধর হাইস্কুল ময়দানে ‘পরিবর্তন সংকল্প সভা’য় অংশ নেন শুভেন্দু অধিকারী । সভা শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলে সন্দেশখালিতে তৃণমূল নেতার বিএলও-কে হুমকি দেওয়ার প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্ন করা হয় । উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘শাহজাহানদের বীজ এখনো আছে । বিজেপিকে না হলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে না । বসিরহাটের জেলে থেকে শাহজাহান এগুলো কন্ট্রোল করছে । এর জন্য দায়ী মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না ৷’
সন্দেশখালির ঘটনায় জানা গেছে,গননা ফর্ম পূরণে কিছু গোলযোগ থাকায় তা নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোড করা যাচ্ছিল না। এই কারনে তৃণমূল নেতা জামিরুল ইসলাম মোল্লাকে ডেকেছিলেন বিএলও দীপক মাহাতো । কিন্তু জামিরুল তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে । এমনকি সে বিএলও-এর “ঘর-বাড়ি ভাঙচুর” ও তাকে “জবাই” করার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ । শেষ পর্যন্ত বিডিও-র কাছে সমস্ত খুলে বলেন বিএলও। তারপরই পুলিশ জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করে ।।

