দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ সেপ্টেম্বর : ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা এলাকার বেকার যুবক যুবতীদের বিনামূল্যে কর্মপযোগী দক্ষতার প্রশিক্ষণ দেবে প্রশাসন । সেই উদ্দেশ্যে সোমবার এলাকার মিল ওনার্স আসোশিয়েস্যান, ব্রিক ফিল্ড ছাড়াও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিজের দপ্তরে ডেকে আলোচনা করেন কাটোয়া মহকুমা শাসক জামিল ফতেমা জেবা । তাঁরা নিজ নিজ ক্ষেত্রের কর্মীদের প্রশিক্ষণ দিতে চাইলে প্রশাসনিকভাবে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ।
বেকার যুবক এবং যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে ২০১৬ সালের ১৬ ই ফেব্রুয়ারী উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করে রাজ্য সরকার । মূলত স্কুলের পড়াশুনো শেষ করা বেকারদের নিখরচায় বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ । লক্ষ্য কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বাড়িয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত করে তোলা । পশ্চিমবঙ্গের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরে অধীনে বছরে ৬ লাখ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছে । ২০১৮-১৯ অর্থবর্ষে সেই লক্ষ্য পূরণ করেছে রাজ্য সরকার । এবারে এই প্রকল্পের মাধ্যমে কাটোয়া মহকুমা এলাকার বেকার যুবক যুবতীদের কর্মদক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিতে উদ্যোগী হল প্রশাসন ।।