এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৩ সেপ্টেম্বর : বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর এলাকার লালবাঁধের পাড়ে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় । খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পরে ময়নাতদন্তের জন্য দেহটি বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । পুলিশ জানায় মৃতের নাম কৃষ্ণ মন্ডল(৪০) । তাঁর বাড়ি বিষ্ণুপুর পুরসভার তিলবাড়ি এলাকায় ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে,কৃষ্ণ মন্ডল স্থানীয় এক কৃষকের গরু মোষ দেখাশোনার কাজ করতেন । রবিবার সকাল সাড়ে দশটা এগারোটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়েছিলেন কৃষ্ণ । তারপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি । এদিন সকালে লালবাঁধের পাড়ে শৌচকর্ম সারতে এসে এক স্থানীয় যুবক ওই কৃষ্ণকে জলের ধারে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ।
জানা গেছে,এরপর ওই যুবক লালবাঁধে টহলদারির দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার্সদেরকে ঘটনার কথা জানান । পরে খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । তবে ওই ব্যক্তির মৃত্যুর কারন নিয়ে ধন্দ্বে রয়েছেন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা । স্থানীয়রা জানান,কৃষ্ণ মন্ডলের মাথায় আঘাতের চিহ্ন ছিল । এই দেখে স্থানীয়দের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যু প্রকৃত কারন জানা যাবে । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।।