এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠল একই গ্রামের বাসিন্দার বিরুদ্ধে । পরিবার প্রতিবাদ করলে এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা করা তো দুরের কথা, উলটে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল রজব আলির বন্ধু মাসুদ শেখের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের বাড়ি ভাতার থানার ঘুঘিয়া গ্রামে । আজ শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় ।
জানা গেছে,ভুক্তভোগী কিশোরী নবম শ্রেণীর ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় দিদির সঙ্গে গ্রামের একটি দোকানে যাওয়ার সময়েই ঘটনাটি ঘটে । অভিযোগ, সেই সময় ঘুঘিয়া গ্রামের রজব আলী মেয়েটির সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করে । মেয়েটি ও তার দিদি একজন দাদুর বয়সী লোকের কাছ থেকে এই প্রকার ন্যাক্কারজনক ব্যবহারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়৷ পরে তারা বাড়ি ফিরে এসে পরিবারের কাছে ঘটনার কথা সব খুলে বলে ।
জানা গেছে,মেয়েটির কাছে ঘটনার কথা শুনে পরিবারের লোকজন ঘুঘিয়া গ্রামে রজব আলীর বাড়িতে যায় । একটা নাতনির বয়সী মেয়ের সঙ্গে কেন সে এই প্রকার ঘৃণ্য আচরণ করল, তা নিয়ে তারা প্রশ্ন করে৷ উলটে রজব আলি তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে । এমনকি রজবের পক্ষ নিয়ে তাঁর বন্ধু মাসুদ শেখও দুর্ব্যবহার ও হুমকি দেয় বলে অভিযোগ । সেই সময় আরও কিছু লোকজন সেখানে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । পুলিশ সমগ্র ঘটনার কথা শুনে রজব আলী এবং মাসুদ শেখকে আটক করে থানায় আনে । পরে ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় । এদিকে ওই দুই প্রৌঢ়ের এই প্রকার কদর্য মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।
Author : Eidin.

