এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ নভেম্বর : চুক্তিভিত্তিক কর্মীদের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা বিডিও/ ইআরওএস/এইআরওএস-দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিল নির্বাচন কমিশন । গতকাল(২১ নভেম্বর),রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলার নির্বাচনী আধিকারিকদের(এআইআই) কাছে পাঠানো “SIR-এ ডেটা এন্ট্রি অপারেটরদের সম্পৃক্ততা-সম্পর্কিত” সতর্কীকরণ বার্তাটি এক্স-এ শেয়ার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’সিআই-এর এই নির্দেশ অবিলম্বে মনোযোগ দাবি করে। ইসিআই-এর নির্দেশিকাগুলি স্পষ্ট – চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক কর্মী, বিএসকে কর্মী, বা এই জাতীয় কোনও কর্মী চলমান এসআইআর-এর ডেটা এন্ট্রি কাজে জড়িত থাকতে পারবেন না। এই তথ্য শেয়ার করা প্রয়োজন যাতে জনসাধারণ যেকোনো লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকে ৷’
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওই নির্দেশ বলা হয়েছে,SIR-এ ডেটা এন্ট্রি অপারেটরদের সম্পৃক্ততা-সম্পর্কিত বিষয়ের প্রেক্ষিতে, আমি বলতে চাই যে চলমান SIR 2026-এর জন্য ডেটা এন্ট্রির কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক কর্মী, BSK কর্মী ইত্যাদি ব্যবহার করা যাবে না। এটা জানা গেছে যে কিছু কর্মকর্তা স্থানীয় আদেশ জারি করছেন এবং ECI নির্দেশিকা লঙ্ঘন করে এই ধরনের ডেটা এন্ট্রি অপারেটর এবং চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করছেন। এই ধরনের BDO/EROS/AEROS-এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে । উপযুক্ত কর্তৃপক্ষের সম্মতিতে জারি করা হয়েছে।’
পাশাপাশি “নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘনের” জন্য অভিযোগ জানাতে কমিশনের নির্দিষ্ট কিছু নম্বরও দিয়েছেন শুভেন্দু অধিকারী । তার মধ্যে সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০টার মধ্যে টোল ফ্রি ১৯৫০ অথবা ০৩৩-২২৩১০৮৫০ নম্বরে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে । এছাড়া হোয়াটসঅ্যাপ: (৯৮৩০০৭৮২৫০) নম্বর এবং ইমেল আইডিও ([email protected] /[email protected]) দেওয়া হয়েছে শুভেন্দুর শেয়ার করা নির্বাচন কমিশনের ওই ক্যাটালগে ।।
Author : Eidin.

